Advertisment

Ola Electric Bike: Ola ই-বাইকের জাদু! নাম মাত্র খরচে উপভোগ করুন ননস্টপ রাইড, দুর্দান্ত ফিচার্সের সঙ্গে পান সেরা ডিজাইন

Ola S1X, S1 Air, এবং S1 Pro ই-স্কুটারের পাশাপাশি ওলার এই নতুন বাইকের ডিজাইন ও ফিচার চমকে দিতে বাধ্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
"ola electric bike,ola electric bikes,ola electric bike launch,ola electric bike features"

Ola S1X, S1 Air, এবং S1 Pro ই-স্কুটারের পাশাপাশি ওলার এই নতুন বাইকের ডিজাইন ও ফিচার চমকে দিতে বাধ্য।

Ola Electric Bike: ইলেকট্রিক স্কুটির পর লাইনআপে ইলেকট্রিক বাইক। প্রতি বছর, আগস্ট ১৫ হল ওলা ইলেক্ট্রিকের জন্য একটি বিশেষ দিন বলেই মনে করা হয়। এই দিনে বিশ্বের সামনে সংস্থা তার নতুন পণ্য উপস্থাপন করে এবং অনেক বড় ঘোষণাও করে। চলতি বছর, ১৫ আগস্ট Ola ইলেকট্রিক জন্য খুব বিশেষ হতে চলেছে, কারণ ওলা তার বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটিই হতে চলেছে কোম্পানির প্রথম ই- বাইক।

Advertisment

Ola S1X, S1 Air, এবং S1 Pro ই-স্কুটারের পাশাপাশি ওলার এই নতুন বাইকের ডিজাইন ও ফিচার চমকে দিতে বাধ্য। Ola ইলেকট্রিক নিশ্চিত করেছে যে তার আসন্ন বাইকটি ১৫ আগস্ট লঞ্চ হবে। তবে, বাইকটি চলতি বছর বিক্রির জন্য উপলব্ধ কিনা তা এখনই স্পষ্ট নয়। জুলাই মাসে, Ola CEO ভাবীশ আগরওয়াল জানিয়েছেন, কোম্পানি ২০২৫ সালের "প্রথম ছয় মাসের" মধ্যে বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি শুরু করবে। কোম্পানি ইতিমধ্যে নতুন এই ই-বাইকের টিজার সামনে এনেছে। আসন্ন বৈদ্যুতিক মোটরসাইকেল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছে সংস্থা।

Ola ইলেকট্রিকের তরফে প্রকাশিত আসন্ন মোটরসাইকেলের টিজার ভিডিওতে দেখা যাচ্ছে যে বাইকের সামনের অংশে ডুয়াল LED প্রজেক্টর হেডলাইট রয়েছে। এর সাথে হরাইজন্টাল ডিআরএল, হাই হ্যান্ডেলবার এবং উইন্ড স্ক্রিনও এর লুককে আধুনিক করে তুলেছে। টিজার ভিডিও দেখে মনে হচ্ছে এটি হবে ওলা ইলেকট্রিকের এন্ট্রি লেভেলের রোডস্টার মোটরসাইকেল। ওলা ইলেকট্রিক জানিয়েছে মোটরসাইকেলটি ডিজাইন এবং নিরাপত্তার দিক থেকে খুবই বিশেষ হতে চলেছে ।

আরও পড়ুন - < Bajaj Freedom 125: দেশের ৭৭ শহরে বিক্রি শুরু বাজাজ CNG বাইকের, পান সেরা মাইলেজ, বিপুল সাশ্রয়! >

Ola এর আসন্ন বৈদ্যুতিক মোটরসাইকেলগুলির সম্ভাব্য ফিচার সম্পর্কে যে রিপোর্ট সামনে এসেছে তাতে এই অত্যাধুনিক ই-বাইকে রয়েছে রঙিন TFT ডিসপ্লে, ওলা ম্যাপেল, স্মার্টফোন সংযোগ, নেভিগেশন, জিও ফেন্সিং, রাইড মোড, প্রক্সিমিটি লক এবং আনলক, ডিস্ক ব্রেক, ABS, ভাল সাসপেনশন এবং আরও অনেক কিছু। সিঙ্গেল চার্জে মিলবে ২০০ কিলোমিটার পর্যন্ত রাইডিং। ওলা ইলেকট্রিক মোটরসাইকেল রেভল্ট RV400, Obey Roar, Hope Oxo এবং Torque Kratos R সহ অন্যান্য ই-বাইকের সঙ্গে প্রতিযোগিতা আসরে নামতে চলেছে।

Ola Electric Vehicle
Advertisment