Advertisment

Bajaj Blade Electric Scooter: ধুঁয়াধার মাইলেজের সঙ্গে পান সেরা লুক! Bajaj Blade ই-স্কুটারের পারফরমেন্স অবাক করবে

একবার সম্পূর্ণ চার্জ হলে স্কুটারটি ননস্টপ ১৫০ কিলোমিটার পর্যন্ত একটি চমৎকার রেঞ্জ দিতে সক্ষম বাজাজের এই নয়া ই-স্কুটার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj Blade

ধুঁয়াধার মাইলেজের সঙ্গে পান সেরা লুক

Bajaj Blade Electric Scooter: পেট্রোল ডিজেলের যা দাম তাতে দিনের পর দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা। ইলেকট্রিক স্কুটার একদিকে যেরকম পরিবেশবান্ধব, সেরকম পেট্রোল ভরার কোন ঝক্কি নেই। খুব কম খরচেই যাত্রার অনাবিল আনন্দ উপভোগ করার নেশায় মানুষের ঝোঁক বাড়ছে ইলেকট্রিক স্কুটারের দিকে।

Advertisment

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের পর, বাজারে তোলপাড় ফেলে আরও এক ই-স্কুটার বাজারে আনতে চলেছে বাজাজ। নতুন ইলেকট্রিক স্কুটারটি দেখতে যেমন স্টাইলিশ পারফরম্যান্সের দিক থেকে অন্য ইলেকট্রিক স্কুটার থেকে এটি একেবারে আলাদা। রিপোর্ট অনুসারে বাজাজের নয়া এই ই-স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতে পারে।

স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে। একবার সম্পূর্ণ চার্জ হলে স্কুটারটি ননস্টপ ১৫০ কিলোমিটার পর্যন্ত একটি চমৎকার রেঞ্জ দিতে সক্ষম হবে বলেও রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। এছাড়াও এই ই-স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, এলইডি হেডলাইট এবং একাধিক সিকিউরিটি ফিচার।

আরও পড়ুন - < BSNL 4G Network: সেটিংসে আনুন এই সামান্য বদল, উপভোগ করুন BSNL 4G >

এই শক্তিশালী ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় বাজারে এক লক্ষ ৪০ হাজার টাকা এক্স শোরুম মূল্যে লঞ্চ হতে পারে। নতুন বাজাজ ব্লেড ইলেকট্রিক স্কুটার তার আধুনিক ডিজাইন এবং স্টাইলিশ লুকের কারণে তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই স্কুটারটিতে অনেক উন্নত বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে বাজারের অন্যান্য স্কুটার থেকে আলাদা করেছে।

bajaj chetak Electric scooter
Advertisment