Top Selling Electric Scooter In India: গ্রাহকদের ভালবাসায় এটি হয়ে উঠল ভারতের 'নম্বর ওয়ান' ইলেকট্রিক স্কুটার! ওলা, অ্যাথার, টিভিএস, হিরো সকলকে পিছনে ফেলে ভারতের বাজারে দাপট দেখালো বাজাজ।
দিনে দিনে ভারতে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন ওলা, অ্যাথার, টিভিএস এবং হোন্ডার, হিরোর মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে নিত্য নতুন ইলেকট্রিক স্কুটার। তবে সবাইকে টপকে পারফরমেন্সের নিরিখে এগিয়ে বাজাজ।
২০২৫ সালের মার্চ মাসে বিক্রির দিক থেকেও বাজাজ চেতক শীর্ষস্থান ধরে রেখেছে। গত মাসে, বাজাজ ৩৪,৮৬৩ইউনিট চেতক ইভি বিক্রি করেছে। এই নিরিখে, টিভিএস, ওলা, অ্যাথার, হিরো এবং অন্যান্য ইভির সঙ্গে প্রতিযোগিতায় নিজের 'জাত' চিনিয়েছে বাজা ইভি।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারটি মোট তিনটি ভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার মধ্যে ৩৫০১, ৩৫০২ এবং ৩৫০৩ ভেরিয়েন্ট। বাজাজের এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে স্মার্টফোন সংযোগ সহ TFT টাচস্ক্রিন ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল এবং মিউজিক কন্ট্রোল , এসএমএস এবং কল অ্যালার্টের মতো দুর্দান্ত ফিচার্স।
২০২৫ সালের মার্চ মাসে গড়ে প্রতিদিন ১,১২৪টিরও বেশি বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। টিভিএস আইকিউব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মোট বিক্রির সংখ্যা ৩০,৪৫৩ ইউনিট। ওলা ইলেকট্রিক রয়েছে এই তালিকায় তিন নম্বরে। ২০২৫ সালের মার্চ মাসে ওলা ২৩,৪৩০টি ইউনিট ইভি বিক্রি করেছে।