Bajaj Chetak New Electric Scooter: লঞ্চেই আলোড়ণ, কত দামে পাবেন নতুন Chetak EV?

Bajaj Chetak New Electric Scooter: আজ Bajaj তাদের নতুন ইলেকট্রিক চেতক স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারে আপনি পাচ্ছেন একাধিক সেরা নজরকাড়া ফিচার।

Bajaj Chetak New Electric Scooter: আজ Bajaj তাদের নতুন ইলেকট্রিক চেতক স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারে আপনি পাচ্ছেন একাধিক সেরা নজরকাড়া ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj launch new Chetak New Electric Scooter

লঞ্চেই আলোড়ণ, কত দামে পাবেন নতুন Chetak EV?

Bajaj Chetak New Electric Scooter: Bajaj Chetak EV : লঞ্চ হল সবচেয়ে সস্তা Bajaj Chetak EV, কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে Ola-কে জোর টক্কর। Bajaj Chetak EV: নতুন বছরে নিজের জন্য আপনি কী নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার কথা ভাবছেন, তাহলে আপনার সেরা অপশন হতে পারে Bajaj Chetak EV!  আজ Bajaj তাদের নতুন ইলেকট্রিক চেতক স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারে আপনি পাচ্ছেন একাধিক সেরা নজরকাড়া ফিচার। 

Advertisment

বাজাজ অটো আজ বাজারে ব্র্যাণ্ডের আইকনিক চেতক ইভি   লঞ্চ করেছে। কোম্পানি নতুন করে তার আপডেটেড ইলেকট্রিক স্কুটার রেঞ্জ লঞ্চ করেছে। দেশের ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে খুব জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। এই স্কুটারটি বাজাজের সবচেয়ে সাশ্রয়ী স্কুটার। নতুন স্কুটারে আপনি একটি নতুন চেসিস এবং বড় বুট স্পেস পাবেন।Bajaj-এর নতুন EV 3501-এর দাম রাখা হয়েছে 1,27,243 টাকা এবং Bajaj Chetak-এর 3502 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,20,000 টাকা।

'নো টেনশন' রিচার্জ প্ল্যানে বড় চমক, খেলা শুরু Jio-এর

নিও ক্লাসিক ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে Bajaj Chetak EV। নতুন প্রজন্মের বাজাজ চেতকের আপনি পাচ্ছেন 35 লিটার বুট স্পেস পাচ্ছেন। নতুন চেতকে 30 টিরও বেশি ফিচার রয়েছে । অনায়াসেই আপনি নতুন চেতকের সঙ্গে আপনার ফোন কানেক্ট করতে পারেন। এছাড়াও স্কুটারের রয়েছে মিউজিক কন্ট্রোল সিস্টেম। 

Advertisment

নতুন বাজাজ চেতকে দেওয়া হয়েছে আরও পাওয়ারফুল ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি অনুযায়ী, এই স্কুটারটি ৩ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হবে। Bajaj Chetak একবার সম্পূর্ণ চার্জে 153 কিলোমিটার রেঞ্জ অফার করে। Bajaj Chetak-এর নতুন EV 3501-এর এক্স-শোরুম মূল্য  1,27,243 টাকা এবং Bajaj Chetak-এর 3502 ভেরিয়েন্টের দাম 1,20000 টাকা৷

bajaj chetak