Advertisment

Bajaj CNG Bike: ইতিহাস গড়ার পথে বাজার, লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম CNG বাইক, খরচ কমবে ৫০ শতাংশ

বিশ্বের প্রথম সিএনজি বাইক, জ্বালানি খরচ কমিয়ে দেবে ৫০ শতাংশ! ৫ জুলাই বাজারে আসছে বিশ্বের প্রথম সিএনজি বাইক।

author-image
IE Bangla Tech Desk
New Update
cng bike, cng motorcycle, cng bike bajaj, cng bike price, cng bike in india, cng bike mileage, cng bike launch date, cng motorcycle launch date,

বিশ্বের প্রথম সিএনজি বাইক, জ্বালানি খরচ কমিয়ে দেবে ৫০ শতাংশ! ৫ জুলাই বাজারে আসছে বিশ্বের প্রথম সিএনজি বাইক।

Bajaj CNG Bike: বিশ্বের প্রথম সিএনজি বাইক, জ্বালানি খরচ কমিয়ে দেবে ৫০ শতাংশ! ৫ জুলাই বাজারে আসছে বিশ্বের প্রথম সিএনজি বাইক।

Advertisment

বাজাজ অটো আজ ভারতে তাদের প্রথম CNG বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকের নাম Bajaj Freedom 125 CNG। আজ পর্যন্ত যা হয়নি তা এখন হতে চলেছে। বিশ্বের কোনো কোম্পানি এখনও সিএনজিতে চলে এমন বাইক লঞ্চ করেনি, তবে বাজাজ অটো প্রথম সিএনজি বাইক তৈরি করেছে যা পেট্রোলের সাথে সিএনজিতে চলবে। কোম্পানি আজ অর্থাৎ ৫ই জুলাই ভারতে তাদের প্রথম CNG বাইক (Bajaj CNG বাইক) লঞ্চ করতে চলেছে। এই Bajaj বাইকটিতে 125cc ইঞ্জিন থাকবে কিন্তু CNG মোডে এর পারফরমেন্স হবে 100cc এর মত।

অফিসিয়াল লঞ্চের আগে কোম্পানি একটি নতুন টিজার প্রকাশ করেছে এবং এই নতুন টিজারের মাধ্যমে বাইক সম্পর্কিত অনেক তথ্য প্রকাশ্যে এসেছে। বাজাজ সিএনজি মোটরসাইকেলে গ্রাহকরা একটি সুইচ পাবেন যার সাহায্যে তারা সহজেই পেট্রোল এবং সিএনজির মধ্যে সুইচ করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি 100 cc থেকে 125 cc পর্যন্ত সেগমেন্টে লঞ্চ করা যেতে পারে।

ডিজাইনের কথা বললে, ফ্ল্যাট সিট ছাড়াও বাইকটিতে থাকবে সার্কুলার এলইডি হেডল্যাম্প। বর্তমানে এই বাইকের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, এই বাইকের অন্যান্য বাইকের তুলনায় কম খরচ হবে ৫০ শতাংশ কমবে। ১ লাখ টাকার কমেই লঞ্চ হতে চলেছে বাজাজের এই সিএনজি বাইক।

আরও পড়ুন : < HP Chromebook: বছরের সবচেয়ে বড় ডিল! মাত্র ১০ হাজারে কিনুন দুর্দান্ত এই HP ল্যাপটপ >

লঞ্চের পর এই বাজাজ বাইকের কোন প্রতিযোগী থাকবে না বাজারে। TVS, Hero এবং Honda-এর মতো কোম্পানিকে কঠিন চ্যালাঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে।

Tech News bike
Advertisment