Advertisment

Bajaj CNG Bike: বাজাজের হাত ধরেই দেশে আসছে প্রথম CNG বাইক, ৫০ শতাংশ কমবে রাইডিং খরচ

আগামী ১৮ জুন লঞ্চ করার কথা থাকলেও প্রযুক্তিগত কারণে লঞ্চের সময় প্রায় একমাস পিছিয়ে দিয়েছে সংস্থা। মিডিয়া রিপোর্ট অনুসারে আগামী ১৭ জুলাই বাজাজ তাদের প্রথম সিএনজি বাইক লঞ্চের পরিকল্পনা করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj First CNG Bike, world first cng bike, CNG Bike, Bajaj CNG Bike

আগামী ১৮ জুন লঞ্চ করার কথা থাকলেও প্রযুক্তিগত কারণে লঞ্চের সময় প্রায় একমাস পিছিয়ে দিয়েছে সংস্থা। মিডিয়া রিপোর্ট অনুসারে আগামী ১৭ জুলাই বাজাজ তাদের প্রথম সিএনজি বাইক লঞ্চের পরিকল্পনা করেছে।

Bajaj First CNG Bike: দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটোর হাত ধরেই দেশে আসছে তাদের প্রথম সিএনজি বাইক।

Advertisment

আগামী ১৮ জুন লঞ্চ করার কথা থাকলেও প্রযুক্তিগত কারণে লঞ্চের সময় প্রায় একমাস পিছিয়ে দিয়েছে সংস্থা। মিডিয়া রিপোর্ট অনুসারে আগামী ১৭ জুলাই বাজাজ তাদের প্রথম সিএনজি বাইক লঞ্চের পরিকল্পনা করেছে।

বাজাজ সিএনজি বাইক ব্রুজার নামে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বাইকের পরীক্ষা-নিরীক্ষা চালু করে দিয়েছে কোম্পানি। এতে, সুইচ গিয়ারের বাঁপাশে একটি নীল বোতাম থাকতে পারে। যার সাহায্যে পেট্রোল থেকে সিএনজি বা সিএনজি থেকে পেট্রোল মোডে সুইচ করা যায়।

এই সিএনজি মোটরসাইকেলে এলইডি হেডল্যাম্প, বড় ফুয়েল ট্যাঙ্ক, হিল-এন্ড-টো গিয়ার শিফটার, ফ্রন্ট লেগ গার্ড, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ফিচার থাকতে পারে । নিরাপত্তার জন্য, এই মোটরসাইকেলে ফ্রন্ট ডিস্ক ব্রেক, রিয়ার ড্রাম ব্রেক, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং (ABS) দেওয়া হতে পারে।

আরও পড়ুন : < Flip Smartphones: পছন্দের ফ্লিপ স্মার্টফোনে সেরা ডিল, এখন হাতের মুঠোয় স্বপ্নের মোবাইল >

বর্তমানে এই সিএনজি বাইকের দাম এবং অন্যান্য নির্দিষ্ট তথ্য বাজাজের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে যে কোম্পানি এটি প্রায় ৮০ হাজার টাকার এক্স-শোরুম মূল্যে লঞ্চ করতে পারে। বর্তমানে ভারতীয় বাজারে এর কোনো প্রতিযোগী নেই। বাজাজ অটো সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল Bajaj Pulsar NS400 লঞ্চ করেছে। এর এক্স-শোরুম মূল্য ১.৮৫ লক্ষ টাকা।

bike Tech News
Advertisment