Bajaj CNG Bike: দেশের প্রথম সিএনজি বাইক বাজারে এনে ইতিহাস সৃষ্টি করেছে বাজাজ। কোম্পানির তরফে দাবি করা হয়েছে সিএনজি ফুরিয়ে গেলেও চিন্তার কিছু নেই। মাঝ পথে বাইক থামবে না।
বাজাজ সিএনজি বাইকে একটি স্টাইলিশ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। ডান হ্যান্ডেলবারে একটি স্যুইচ রয়েছে যার মাধ্যমে সিএনজি এবং পেট্রোল মোডে স্যুইচ করা সম্ভব হবে। কোম্পানির দাবি, বাইকটি সিএনজিতে ২০০ কিলোমিটারের বেশি মাইলেজ দেবে।
টু হুইলার বাজারে ইতিহাস সৃষ্টি করল বাজাজ। দেশের প্রথম সিএনজি বাইক লঞ্চ হয়েছে সংস্থার হাত ধরেই। নতুন এই সিএনজি বাইকে রয়েছে একাধিক নজরকাড়া ফিচার। বাইকের সিএনজি ফুরিয়ে গেলেও এই মাঝপথে বাইক থামবে না, পেট্রোলেও চালানো যাবে নতুন এই বাইক। বাইকটিতে একটি দুই কেজি সিএনজি সিলিন্ডার এবং একটি দুই লিটার পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
কোম্পানির দাবি এই বাইকটি মোট ৩৩০ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ প্রদান করবে। অর্থাৎ সিএনজি এবং পেট্রোলে আপনি সহজেই ৩০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবেন। আরও দাবি করা হচ্ছে এই বাইকটি সিএনজিতে ২০০ কিলোমিটারের বেশি পাড়ি দেবে। সিএনজি ফুরিয়ে যাওয়ার পর আপনার চিন্তা করার দরকার নেই, বাইকের হ্যান্ডেলবারে পেট্রোল এবং সিএনজিতে শিফট করার জন্য একটি বোতাম দেওয়া আছে।
আরও পড়ুন : < MNP rule: পোর্টেবিলিটি সম্পর্কিত নিয়মে বিরাট রদবদল! নম্বর বদলের আগে জানুন বিরাট এই আপডেট >
আপনি এক সেকেন্ডে বাইকটিকে পেট্রোলে এবং পরের মুহূর্তে সিএনজিতে স্থানান্তর করতে পারেন। এটিতে একটি শক্তিশালী 125cc ইঞ্জিন রয়েছে যা উভয় জ্বালানীতে (সিএনজি, পেট্রোল) একই পিকআপ দেবে। বাইকটি 9.5 PS শক্তি এবং 9.7 Nm টর্ক উৎপন্ন করবে, যা খারাপ রাস্তাতেও মসৃণ রাইড দিতে সাহায্য করবে। আমরা আপনাকে জানিয়ে রাখি নয়া এই বাইক ফ্রিডম 125 ড্রামের বেস ভেরিয়েন্টটি 95000 টাকায় লঞ্চ করা হয়েছে। যেখানে টপ মডেল ফ্রিডম 125 ডিস্ক এলইডি 1.10 লক্ষ টাকায় পাবেন গ্রাহকরা।
সিএনজি গাড়িতে সিএনজি এবং পেট্রোল উভয়ই চালানোর বিকল্প রয়েছে। এই আইসিএনজি বৈশিষ্ট্যে, সিএনজি শেষ হয়ে গেলে, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে পেট্রোলে কনভার্ট হয়ে যাবে।