টিকটক নিষিদ্ধ করার আগে শোনা হয়নি তাদের বক্তব্য। এমনই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল টিকটক কর্মকর্তারা। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, বিতর্কিত ভিডিয়ো অ্যাপ টিকটক ব্যান নিয়ে আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাজ হাইকোর্টকে। এই সময়ের মধ্যে যদি হাইকোর্ট সিদ্ধান্তে পৌছাতে না পারে, তাহলে টিকটকে উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: নিষেধাজ্ঞায় দমল না ‘টিকটক’, বরং ভারতে ১oo কোটির বিনিয়োগের সম্ভাবনা
প্রধান বিচারপতি রঞ্জন গোগোই এবং বিচারপতি দীপক গুপ্ত ও সঞ্জীব খান্নার বেঞ্চ বলেন, "২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। হাইকোর্টের অন্তর্বর্তীকালীন ছুটির আগে পরবর্তী শুনানি এবং তারমধ্যেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মাদ্রাজ হাইকোর্টকে। সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে টিকটকের-এর ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।
পর্নোগ্রাফিকে প্রশয় দিচ্ছে টিকটক, এমনই অভিযোগে টিকটকের-এর ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। যার ওপর নির্ভর করে সুপ্রিম কোর্ট গুগল ও অ্যাপেলের কাছে ডাউনলোড অপশন মুছে ফেলার অনুরোধ করে।
এর আগে টিকটক ব্যান নিয়ে মাদ্রাজ হাইকোর্টের অন্তর্বর্তী সিদ্ধান্তের ওপর কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট। ফলত, একরাতের মধ্যে এই অ্যাপ বন্ধে চূড়ান্ত পদক্ষেপ করা হয়।
Read the full story in English