Best 125cc petrol scooter : সবচেয়ে নির্ভরযোগ্য, দুর্দান্ত ডিজাইনের সঙ্গে পান সেরা মাইলেজ, বাজারে কোন তিন স্কুটারের চাহিদা তুঙ্গে

Best 125cc petrol scooter :পরিবারের জন্য স্কুটার কিনতে চাইছেন? আজকের এই প্রতিবেদনে রইল গত এক মাসে সর্বাধিক বিক্রি সেরা তিন স্কুটার। যেগুলি আপনাকে একদিকে যেমন দেবে দুর্দান্ত পরিসর, তেমনই আপনি এতে পাবেন লাগেজ রাখার জন্য প্রচুর স্পেস।

Best 125cc petrol scooter :পরিবারের জন্য স্কুটার কিনতে চাইছেন? আজকের এই প্রতিবেদনে রইল গত এক মাসে সর্বাধিক বিক্রি সেরা তিন স্কুটার। যেগুলি আপনাকে একদিকে যেমন দেবে দুর্দান্ত পরিসর, তেমনই আপনি এতে পাবেন লাগেজ রাখার জন্য প্রচুর স্পেস।

author-image
IE Bangla Tech Desk
New Update
petrol scooter

সবচেয়ে নির্ভরযোগ্য, দুর্দান্ত ডিজাইনের সঙ্গে পান সেরা মাইলেজ, বাজারে কোন তিন স্কুটারের চাহিদা তুঙ্গে

Best 125cc petrol scooter: পরিবারের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য স্কুটার কিনতে চাইছেন? আজকের এই প্রতিবেদনে রইল গত এক মাসে সর্বাধিক বিক্রি সেরা তিন স্কুটার। যেগুলি আপনাকে একদিকে যেমন দেবে দুর্দান্ত পরিসর, তেমনই আপনি এতে পাবেন লাগেজ রাখার জন্য প্রচুর স্পেস। 

Advertisment

আপনি যদি নিজের অথবা আপনার পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য পেট্রোল স্কুটার কেনার কথা চিন্তা-ভাবনা করেন তাহলে আজকের এই প্রতিবেদনে বেশ কয়েকটি পেট্রোল স্কুটারের তালিকা নিয়ে আমরা হাজির হয়েছি। যেগুলিতে আপনি পাবেন লেটেস্ট স্মার্ট ফিচার্স, অসাধারণ মাইলেজ, দামও আপনার নাগালের মধ্যেই।  এই প্রতিবেদনে আমরা ১২৫ সিসি ইঞ্জিন সহ সেরা পেট্রোল স্কুটার সম্পর্কে জানাতে চলেছি 

হিরো ডেস্টিনি ১২৫

হিরো মোটোকর্পের নতুন ডেস্টিনি ১২৫ স্কুটারটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। নতুন ডেস্টিনি ১২৫ মডেলে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত রাইডিং অনুভূতি। রাইডারের চাহিদার কথা মাথায় রেখে, স্মার্টফোন কানেক্টিভিটি সহ অনেক উন্নত ফিচার্স এতে দিয়েছে সংস্থা।  এই স্কুটারটি তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ। দাম ৮০,৪৫০ টাকা থেকে ৯০,৩০০ টাকা পর্যন্ত। ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে, ডেস্টিনি ১২৫ মডেলে একটি ১২৪.৬ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যেটি ৯ পিএস শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। হিরো এটি আপডেট করেছে এবং এতে একটি নতুন CVT (কন্টিনিউয়ালি ভ্যারিয়েবল ট্রান্সমিশন) দিয়েছে।সিটের নিচে পেয়ে যাবেন প্রচুর স্টোরেজ। যেখানে আপনি আপনার লাগেজ অনায়াসেই রাখতে পারেন। 

Advertisment

সুজুকি অ্যাক্সেস ১২৫

ভারতে ১২৫ সিসি স্কুটার সেগমেন্টের মধ্যে সুজুকি অ্যাক্সেস ১২৫ হল সবচেয়ে পছন্দের স্কুটার। এই স্কুটারটিতে একটি ১২৫ সিসি ইঞ্জিন রয়েছে যা ৮.৭ পিএস শক্তি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন করে। এতে আপনি পেয়ে যান আরও ভালো মাইলেজ। স্কুটারটির ডিজাইন নিঃসন্দেহে আকর্ষণীয় এবং এটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভালো বিকল্প। Access 125 এর এক্স-শোরুম মূল্য ৮৬ হাজার টাকা থেকে শুরু। 

টিভিএস জুপিটার ১২৫

টিভিএস জুপিটার ১২৫-এর ডিজাইন এককথায় অনবদ্য।   এর সিটের নিচে ৩২ লিটার জায়গা আছে যেখানে আপনি সহজেই ২টি ফুল ফেস হেলমেট রাখতে পারবেন। এই স্কুটারটির এক্স-শোরুম দাম ৮৬,৪০৫ টাকা থেকে শুরু। Jupiter 125 এর ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, এতে একটি 124.8cc ইঞ্জিন রয়েছে, যা 8.3PS শক্তি এবং 10.5Nm টর্ক উৎপন্ন করে। এই স্কুটারের সিটের নিচে ভালো জায়গা পাবেন। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভালো স্কুটার।

scooters E Scooter