Advertisment

DSLR কেও হার মানাবে, দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা পেতে এই স্মার্টগুলি হতে পারে আপনার অপশন

চলতি বছরের সেরা 200MP ক্যামেরা ফোনের তালিকা দেখে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best 200MP camera phones in 2023: Realme 11 Pro+, Motorola Edge 30 Ultra, Samsung Galaxy S23 Ultra, Best 200MP camera phones,

চলতি বছরের সেরা 200MP ক্যামেরা ফোন: নতুন ফোন কেনার প্ল্যানিং করছেন? নতুন ফোন মানেই স্টাইলিশ লুক, সেই সঙ্গে চোখ ধাঁধানো ক্যামেরা সঙ্গে উন্নত ব্যাটারি। আর আপনি যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান যা আপনার DSLR কেও হার মানাবে তাহলে আপনার জন্য রইল চলতি বছরে কিছু সেরা স্মার্ট ফোনের তালিকা। যাতে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।

Advertisment

Realme 11 Pro+

সম্প্রতি লঞ্চ হওয়া Realme 11 Pro Plus মডেলে রয়েছে 200MP ক্যামেরা। যা আপনাকে দেবে অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা। MediaTek Dimensity 7050 চিপসেট সহ ফোনটিতে রয়েছে 6.67-ইঞ্চি 120Hz কার্ভড AMOLED স্ক্রিন। ফোনের বেস ভেরিয়েন্ট, 256GB স্টোরেজ এবং 8GB RAM-এর দাম মাত্র 27,999 টাকা।

Realme Note Pro+

বছরের শুরুতে লঞ্চ করা হয়েছে, Redmi Note 12 Pro Plus এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে ব্যয়বহুল ডিভাইস। MediaTek Dimensity 1080 প্রসেসর সহ ফোনটির বেস ভেরিয়েন্ট 256GB ইন্টারন্যাল স্টোরেজ এবং 8GB RAM এর সঙ্গে উপলব্ধ। ক্যামেরা সম্পর্কে বলতে গেলে, ফোনটিতে রয়েছে 200MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। 200MP সেন্সর কম আলোতেও দারুণ ছবি তুলতে পারে। এই মডেলের মান 29,999 টাকা।

Motorola Edge 30 Ultra

Motorola এই দারুণ স্মার্ট ফোনটি গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ করেছিল। এটি বিশ্বের প্রথম ফোন যাতে ছিল 200MP ক্যামেরা। ফ্ল্যাগশিপ ডিভাইসটি Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত। Android 12 বেসড এই ফোনে আপনি পাবেন 50MP আল্ট্রাওয়াইড সেন্সর এবং 12MP টেলিফটো লেন্স সমর্থিত 200MP Samsung HP1 সেন্সর। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্ট Flipkart-এ কোন অফার ছাড়াই 44,999 টাকায় পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy S23 Ultra

Samsung এর সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন, Galaxy S23 Ultra (Review) নিঃসন্দেহে এই মুহূর্তে উপলব্ধ সেরা এবং সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে একটি৷ এটি একটি কোয়াড ক্যামেরা সেটআপ প্যাক করে, এই ফোনের প্রাইমারি ক্যামেরা 200MP ISOCELL HP2 সেন্সর সহ। স্যামসাং চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেটের সুবিধাও দিচ্ছে এই ফোনে। দাম যদি চিন্তার বিষয় না হয়, তাহলে ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S23 Ultra হল সেরা স্মার্টফোন। এই ফোনটির প্রারম্ভিক মূল্য 1,24,999 টাকা।  

smartphone
Advertisment