পুজোর আগেই দেশে লঞ্চ হতে চলেছে ৫জি পরিষেবা। তাই নিয়েই তুঙ্গে জল্পনা। একাধিক স্মার্ট ফোন প্রস্তুতকারক সংস্থা ইতিমধ্যেই বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডের ৫জি মডেলের স্মার্টফোন। আজ আপনাদের সামনে তুলে ধরব সেরা বাজেট ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোনের একটি তালিকা। তাই আপনি যদি এখনই একটা বাজেট ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি কোন ভাবেই মিস করবেন না। জেনে নিন খুব অল্প দামে সেরা ফিচারের বাজেট ফন কোনগুলি। প্রথমেই যে ফোন নিয়ে আলোচনা করব সেটা হল Redmi Note 10T 5G।
Redmi Note 10T 5G দুটি ভেরিয়েন্টে আপনি পাবেন। একটা 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ত যার দাম ১১ হাজার ৯৯৯ টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ মডেল এটার দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি গ্রাফাইট কালো, ক্রোমিয়াম সাদা, পুদিনা সবুজ এবং ধাতব নীল সহ চারটি রঙে আপনি পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে 48-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, MediaTek Dimensity 700 SoC, 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ, 90hz স্ক্রিন রিফ্রেশ রেট, 5000mAh দ্রুত 18W ব্যাটারি সহ চিত্তাকর্ষক বৈশিষ্ট্য।
এরপর আপনি যে ফোনটি কেনার কথা বিবেচনা করতে পারেন সেটা হল Samsung Galaxy F23 5G
Samsung Galaxy F23 5G হল ব্র্যান্ডের সর্বশেষ 5G ফোনগুলির মধ্যে একটি। স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি 4GB RAM + 128GB স্টোরে্টিযার দাম ১৪,৯৯৯ টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ যার দাম পড়বে ১৫,৯৯৯ টাকা । ডিভাইসটি তিনটি রঙের বিকল্পে আপনি পেয়ে যাবেন কপার ব্লাশ, অ্যাকোয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন। Samsung Galaxy F23 5G মডেলে রয়েছে একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে, Qualcomm Snapdragon 750G SoC প্রসেসর, একটি 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, একটি 5000mAh ব্যাটারি, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ ।
আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয়, তাহলে আরও একটি স্মার্টফন আপনি কেনার কথা বিবেচনা করতে পারেন। Poco M4 Pro 5G
Poco M4 Pro 5G হল 15,000 টাকার মধ্যে সেরা ফোনগুলির মধ্যে একটি৷ স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে এই মডেল লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১৫,০৪৯ টাকা, ১৭,০৬৯ টাকা এবং ১৯,১০৯ টাকা, Poco M4 Pro 5G-তে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, একটি 5000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর, 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 1TB পর্যন্ত প্রসারণযোগ্য স্টোরেজ এবং আরও অনেক কিছু সহ চিত্তাকর্ষক স্পেসিফিকেশন রয়েছে।
Realme Narzo 30 5G
Realme Narzo 30 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। দুটি মডেলের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে 90hz স্ক্রিন রিফ্রেশ রেট, MediaTek Dimensity 700 5G প্রসেসর, একটি 5000mAh ব্যাটারি, একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং আরও অনেক কিছু ফিচার রয়েছে।