Top 5 65 Inch Smart TV: ৬৫ ইঞ্চি বড় স্ক্রিনে পান ভরপুর বিনোদনের বিরাট সম্ভার, সেরা পাঁচের নিরিখে এগিয়ে কে?

Top 5 65 Inch Smart TV: ভারতের বাজারে বর্তমানে একাধিক সংস্থা বড় ডিসপ্লে-যুক্ত স্মার্ট টিভি নিয়ে এসেছে। বিশেষ করে যারা বড় ডিসপ্লের স্মার্ট টেলিভিশন কেনার প্ল্যানিং করছেন, তাদের জন্য ৬৫ ইঞ্চি স্মার্ট টিভিগুলিতে এখন রয়েছে আকর্ষণীয় ছাড় এবং অফার।

Top 5 65 Inch Smart TV: ভারতের বাজারে বর্তমানে একাধিক সংস্থা বড় ডিসপ্লে-যুক্ত স্মার্ট টিভি নিয়ে এসেছে। বিশেষ করে যারা বড় ডিসপ্লের স্মার্ট টেলিভিশন কেনার প্ল্যানিং করছেন, তাদের জন্য ৬৫ ইঞ্চি স্মার্ট টিভিগুলিতে এখন রয়েছে আকর্ষণীয় ছাড় এবং অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
best-65-inch-smart-tv-deals-on-amazon-november

বাড়িতে বসেই পান ভরপুর বিনোদন

Top 5 65 Inch Smart TV: ভারতের বাজারে বর্তমানে একাধিক সংস্থা বড় ডিসপ্লে-যুক্ত স্মার্ট টিভি নিয়ে এসেছে। বিশেষ করে যারা বড় ডিসপ্লের স্মার্ট টেলিভিশন কেনার প্ল্যানিং করছেন, তাদের জন্য ৬৫ ইঞ্চি স্মার্ট টিভিগুলিতে এখন রয়েছে আকর্ষণীয় ছাড় এবং অফার। 

Advertisment

ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এ মিলছে বিভিন্ন ব্র্যান্ডের ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, যেখানে রয়েছে ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা। বড় পর্দায় সিনেমা, সিরিজ, গেমিং কিংবা অফিসের কাজ—সবকিছুই আরও স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে উপভোগ করা সম্ভব।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের এই ৫টি উপায়ে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন, কীভাবে জানুন এক ক্লিকেই

Advertisment

দেখে নিন এই মুহূর্তে অ্যামাজনে পাওয়া যাচ্ছে এমন সেরা কয়েকটি ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি ও তাদের দাম

Samsung 65 inch 4K Ultra HD Smart TV

স্যামসাং-এর ৬৫ ইঞ্চি ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট টিভি বর্তমানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৬১,৯৯০ টাকায়। এইচডিএফসি ব্যাংক কার্ডে লেনদেন করলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, ফলে কার্যকর দাম দাঁড়াবে ৬০,৪৯০ টাকা। পুরনো টিভি এক্সচেঞ্জ করলে অফারে সর্বোচ্চ ৯,০৫০ টাকা পর্যন্ত সেভ করা সম্ভব। তবে ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরনো টিভির অবস্থা ও মডেলের উপর।

Hisense 65 inch E6N Series Smart TV

হাইসেন্স ৬৫ ইঞ্চি ই৬এন সিরিজ স্মার্ট টিভি অ্যামাজনে বিক্রি হচ্ছে ৪৬,৯৯৯ টাকায়। এইচডিএফসি ব্যাংক কার্ডে পেয়ে যাবেন ১,৫০০টাকা। ফলে কার্যকর দাম কমে দাঁড়াবে ৪৫,৪৯৯ টাকা। এতে রয়েছে ৬৫ ইঞ্চির এলইডি ডিসপ্লে, ৪কে আল্ট্রা এইচডি রেজোলিউশন (৩৮৪০×২১৬০ পিক্সেল) এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট।

VW 65 inch Pro Series Smart TV

ভিডব্লিউ ৬৫ ইঞ্চি প্রো সিরিজ স্মার্ট টিভি অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪১,৯৯৯ টাকায়। ব্যাংক অফারের আওতায় এইচডিএফসি কার্ডে মিলবে ১,৫০০ টাকা ছাড়।  এতে রয়েছে ৬৫ ইঞ্চির কিউএলইডি ডিসপ্লে, ৪কে রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট।

আরও পড়ুন- ৬০ বছর বয়সী 'জওয়ানের' সংগ্রহে ২০০ কোটির বাংলো, সুপার কারের বিপূল সম্ভার এভাবেই রাজকীয় জীবনযাপন করেন শাহরুখ খান

LG 65 inch UR75 Series Smart TV

এলজি ইউআর৭৫ সিরিজের ৬৫ ইঞ্চি স্মার্ট টিভির দাম অ্যামাজনে ৬৩,৯৯০ টাকা। ব্যাংক অফারের মাধ্যমে পেয়ে যাবেন ১,৫০০ টাকা  ছাড়। ডিসকাউন্টের পর দাম দাঁড়াবে ৬২,৪৯০ টাকার কার্যকর মূল্যে। এতে রয়েছে ৪কে রেজোলিউশন (৩৮৪০×২১৬০ পিক্সেল) এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ উজ্জ্বল এলইডি ডিসপ্লে।

Sony 65 inch BRAVIA 2 4K Smart TV

সনি ব্রাভিয়া ২ সিরিজের ৬৫ ইঞ্চি ৪কে স্মার্ট টিভির দাম অ্যামাজনে ৭২,৪৯০ টাকা। এইচডিএফসি ব্যাংক অফারে ১,৫০০ ছাড়ে কার্যকর দাম নেমে দাঁড়াবে ৭০,৯৯০ টাকায়। এতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি রেজোলিউশন (৩৮৪০×২১৬০ পিক্সেল) এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ উন্নত মানের এলইডি ডিসপ্লে।

এই সমস্ত টেলিভিশনে স্মার্ট কানেক্টিভিটি, স্ট্রিমিং অ্যাপ সাপোর্ট এবং শক্তিশালী সাউন্ড সিস্টেমের মতো আধুনিক ফিচারও রয়েছে, যা ঘরে বসেই সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন- নিজের জন্য সেরার সেরা ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? বাজারে বিরাট দাপটে শীর্ষে কোন ব্র্যান্ড?

Smart TV