Best AC Discount Offer 2025: চলতি সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা! গরমে নাকাল হবেন আম-আদমি। প্রবল গরমের হাত থেকে রেহাই পেতে ইতিমধ্যেই মানুষজন কুলার এবং এসি সার্ভিসিংয়ের কাজও শুরু করে দিয়েছেন। হালকা গরমে, কুলার কিছুটা আরাম দিলেও তীব্র গরমে এসি ছাড়াই যেন থাকাটাই দায়! এমন পরিস্থিতিতে প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পেতে আপনি যদি নিজের বা নিজের পরিবারের জন্য এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য বিশেষ কার্যকর হতে চলেছে। ১.৫ টনের স্প্লিট এসির দামে এখন পেয়ে যান বড়সড় ছাড়।
গ্রীষ্মের শুরুতেই ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এসির উপর দিতে শুরু করেছে বাম্পার ছাড়। কোম্পানি ভোল্টাস, এলজি, ব্লু স্টার, লয়েড, ক্যারিয়ার, গোদরেজ এবং ওয়ার্লপুলের মত স্প্লিট এসির উপর বিরাট ছাড়ের ঘোষণা করেছে। আপনি যদি এখনই সেরা ব্র্যান্ডের এসি কিনতে চান তাহলে দাম বাড়ার আগেই কিনুন সাধের এসি মেশিন।
এখন ফ্লিপকার্ট আপনাকে দিচ্ছে Split AC -এর উপর ৫২% পর্যন্ত ছাড়
Flipkart এর অফারে আপনি ৫২% পর্যন্ত ছাড় সহ ব্র্যান্ডেড Split AC কিনতে পারবেন। এই প্রথমবারের মতো ফ্লিপকার্ট এয়ার কন্ডিশনারের উপর এত বড় ছাড়ের কথা ঘোষণা করেছে। তীব্র গরম থেকে রেহাই পেতে, ফ্লিপকার্ট নিয়ে এসেছে সেরা এক্সচেঞ্জ অফারও।
CARRIER AI 1.5 Ton Split AC:
এখন সবচেয়ে সস্তায় CARRIER AI ১.৫ টন স্প্লিট এসি। এই এসির মডেল নম্বর CAI18ER3R34F0! Flipkart-এ CARRIER AI 1.5 Ton Split AC-এর আসল দাম 67,790 টাকা কিন্তু বর্তমানে Flipkart এই এসিতে দিচ্ছে 48% ছাড়। ছাড়ের পর আপনি এই এসিটি মাত্র মাত্র 34,990 টাকায় কিনতে পারবেন। ৩স্টার রেটেড এসিটিতে রয়েছে PM 2.5 ফিল্টার টেকনোলজি।
Godrej 2025 Model 5-In-1- 1.5 Ton Split AC:
এই ৩ স্টার রেটেড স্প্লিট এসির মডেল নম্বর হল EI 18P3T WZT 3S। Flipkart-এ এই এসিটির আসল দাম 45,900 টাকা কিন্তু আপনি এখন অফারের অধীনে মাত্র ৩২,৪৯০ টাকায় ২৯% ছাড়ের পরে এই এসিটি কিনতে পারবেন।
Voltas 2024 Model 1.5 Ton Split AC:
ভোল্টাসের এয়ার কন্ডিশনার ভারতে খুবই জনপ্রিয়। এই Voltas S এর মডেল নম্বর হল 183V CAX(4503692)। Flipkart-এ এই এসির আসল দাম 62,900 টাকা। বর্তমানে কোম্পানি এই এসির উপর দিচ্ছে 46% ছাড়। ছাড়ের পর আপনি এসিটি মাত্র 33,990 টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পেয়ে যান ৫৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সাশ্রয়ের বিরাট সুযোগ।
LG 2025 Model AI Convertible 6-in-1 Split AC 1.5 Ton:
ফ্লিপকার্টে আপনি পেয়ে যান LG AC-তে বাম্পার ছাড়। LG Convertible 3 Star 1.5 Ton Split AC-র আসল দাম 78,990 টাকা। এই মুহূর্তে Flipkart আপনাকে এই এসির উপর দিচ্ছে দিচ্ছে 52% এর বিশাল ছাড়। ছাড়ের পর আপনি এই এসিটি মাত্র ৩৭,৬৯০ টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ৫৬০০ টাকার ছাড়।