Best Budget Laptops: মাত্র ১৩ হাজারে পান দুরন্ত ফিচারের সেরা ল্যাপটপ! HP থেকে Dell কী নেই তালিকায়!

Laptops Under 15K: আপনি কি কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। এখন Amazon Sale 2025-এ মাত্র ১৩ হাজার টাকা থেকে শুরু হচ্ছে বাজেট ল্যাপটপ।

Laptops Under 15K: আপনি কি কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। এখন Amazon Sale 2025-এ মাত্র ১৩ হাজার টাকা থেকে শুরু হচ্ছে বাজেট ল্যাপটপ।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Amazon Sell Laptop

মাত্র ১৩ হাজারে পান দুরন্ত ফিচারের সেরা ল্যাপটপ! HP থেকে Dell কী নেই তালিকায়!

Amazon Laptop Deals: মাত্র ১৩ হাজারে পান দুরন্ত ফিচারের সেরা ল্যাপটপ! HP থেকে Dell  কী নেই তালিকায়!  

Advertisment

আপনি কি কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। এখন Amazon Sale 2025-এ মাত্র ১৩ হাজার টাকা থেকে শুরু হচ্ছে বাজেট ল্যাপটপ । সেল চলাকালীন  আপনি পাবেন ব্র্যান্ডেড ল্যাপটপে দুর্দান্ত ডিসকাউন্ট। হালকা ওজন, শক্তিশালী ব্যাটারি, লেটেস্ট প্রসেসর এবং পর্যাপ্ত স্টোরেজ সুবিধা সহ একাধিক ল্যাপটপে পান বিরাট ডিসকাউন্ট।  একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা 

গাড়িতে এসি চালিয়েও বিরাট জ্বালানি সাশ্রয়, বিরাট এই সিক্রেট না জানলেই নয়!

JioBook 11: মাত্র ১৩ হাজার টাকার মধ্যে এই Jio ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এতে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, 4G কানেক্টিভিটি এবং লাইফটাইম অফিস সাপোর্ট রয়েছে। যারা অনলাইন ক্লাস বা সাধারণ অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে আদর্শ।

Advertisment

এবার ননস্টপ কুলিং মাত্র ১৫০০ টাকায়, ৫ সেরা পোর্টেবল এসি-তেই মিলবে তৃপ্তির স্বাদ

Acer One 11: ইন্টেল সেলেরন প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের এই ল্যাপটপটি অল্প দামে দিচ্ছে মাল্টিটাস্কিং-এর সুবিধা। ৭২০p HD ওয়েবক্যামের মাধ্যমে অনলাইন মিটিংও হবে ঝামেলামুক্ত।
 
Dell 15 Thin and Light Laptop: ইন্টেল কোর i5 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি সহ ডেল ল্যাপটপ এখন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য দুর্দান্ত বিকল্প।

নেই লাইসেন্স, রেজিস্ট্রেশনের ঝামেলা! ডিজাইন থেকে ফিচার বাজারে সুনামি তুলল Zelio Little Gracy ইলেকট্রিক স্কুটার

ASUS Vivobook Go 14: দ্রুত চার্জিং সুবিধা, উইন্ডোজ ১১ ও এমএস অফিস ২০২১ প্রি-ইনস্টলড সহ, এই ASUS ল্যাপটপ মাত্র ৪৯ মিনিটে ৬০% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

HP 245 G9: অফিস ও ব্যবসার কাজে ব্যবহারের জন্য পারফেক্ট, এই HP ল্যাপটপ-এ AMD Ryzen ৩ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে।

দুর্দান্ত AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, সেরা ফটোগ্রাফি! লঞ্চেই বড় চমক OnePlus 13T-র

এখনই সময় এসেছে আপনার পছন্দের ল্যাপটপ বেছে নেওয়ার।  কারণ এত কম দামে ল্যাপটপ কেনার সুযোগ আর মিলবে না। আরও ডিসকাউন্ট পেতে আজই অ্যামাজন সেলে ভিজিট করুন!

সাড়ে ৬' শো টাকায় গরমে ননস্টপ কুলিং! বাজার কাঁপিয়ে আলোড়ন ফেলল এই পোর্টেবল এসি


 

Amazon Laptop Sell Laptops Amazon sell amazon