Best Headphones for Christmas Gift: চমৎকার সাউন্ড, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ কিনুন সেরা ব্লুটুথ হেডফোন, পান বিরাট ডিসকাউন্ট

Best Headphones for Christmas Gift: চমৎকার সাউন্ড, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ সেরা ব্লুটুথ হেডফোনের সন্ধান করছেন? মাজন আপনাকে বড়দিনের আগে দিচ্ছে যৎসামান্য দামে ব্লুটুথ হেডফোন কেনার এক বাম্পার সুযোগ।

Best Headphones for Christmas Gift: চমৎকার সাউন্ড, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ সেরা ব্লুটুথ হেডফোনের সন্ধান করছেন? মাজন আপনাকে বড়দিনের আগে দিচ্ছে যৎসামান্য দামে ব্লুটুথ হেডফোন কেনার এক বাম্পার সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best Headphones for Christmas Gift

অ্যামাজন আপনাকে বড়দিনের আগে দিচ্ছে যৎসামান্য দামে ব্লুটুথ হেডফোন কেনার এক বাম্পার সুযোগ। Photograph: (ফাইল ছবি)

Best Headphones for Christmas Gift:  চমৎকার সাউন্ড, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ সেরা ব্লুটুথ হেডফোনের সন্ধান করছেন? অ্যামাজন আপনাকে বড়দিনের আগে দিচ্ছে যৎসামান্য দামে ব্লুটুথ হেডফোন কেনার এক বাম্পার সুযোগ। 

Advertisment

JBL Tune 510BT, On Ear Wireless Headphones with Mic: ওয়্যারলেস কানেক্টিভিটি সহ এই হেডফোনটিতে ৪০ ঘন্টা টানা গান শোনা যাবে বলেই দাবি সংস্থার। হেডফোনটিতে নীল, কালো, গোলাপি, সাদা রঙের কিনতে পারবেন ক্রেতারা। অ্যামাজনে এই হেডফোনতি আপনি পাবেন মাত্র ২৪৯৯৯ টাকায়। 

Sony WH-CH520 Wireless Bluetooth Headphones with Mic: এই হেডফোনটির ব্যাটারি লাইফ ৫০ ঘন্টা। আপনি যদি মিউজিক লাভার হয় এবং একটি দুর্দান্ত হেডফোনের সন্ধান করেন তাহলে আপনি সনি ব্র্যান্ডের এই হেডফোনটি কিনতে পারেন। এতে আপনি পাবেন ক্রিস্টাল ক্লিয়ার হ্যান্ডস ফ্রি কলিংয়ের সুবিধা। Amazon থেকে এই হেডফোনটি ৩৯৮৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। 

Boult Newly Launched Q Over Ear Bluetooth Headphones: আপনি যদি এই ক্রিসমাসে নিজের জন্য একটি দুর্দান্ত হেডফোন কিনতে চান তাহলে এই হেডফোনটি আপনার জন্য সেরা বিকল্প। এই ওয়্যারলেস হেডফোনটিতে রয়েছে ব্লুটুথ 5.4 । এই হেডফোনটি ৭০ ঘন্টা পর্যন্ত দীর্ঘ প্লেটাইম দিতে পারে। এক বছরের ওয়ারেন্টি সহ হেডফোনটি Amazon থেকে ২০৯৯টাকায় কিনতে পারবেন। 

Advertisment

boAt Rockerz 425 Bluetooth Wireless Over Ear Headphones with Mic: এই ফেডফোনটিতে পাবেন ২৫ ঘন্টার প্লে টাইম। বড়দিনে আপনি যদি কাউকে একটি হেডফোন উপহার দিতে চান বা নিজের জন্য কিনতে চান তাহলে এটি একটি ভাল বিকল্প হতে পারে। এই হেডফোনে রয়েছে AI ভয়েস অ্যাসিট্যান্ট। আপনি Amazon থেকে এই হেডফোনটি ১০৯৯ টাকায় কিনতে পারবেন। 

ZEBRONICS THUNDER Bluetooth 5.3 Wireless Headphones: ZEBRONICS ওয়্যারলেস হেডফোনটি আপনাকে দেবে  ৬০ ঘন্টা ননস্টপ প্লে টাইম। এই হেডফোনটিতে রয়েছে মাল্টি কানেক্টিভিটি অপশন।  আপনি Amazon থেকে এই হেডফোনটি মাত্র ৭৯৯ টাকায় কিনতে পারবেন।

Bluetooth Headphone