Advertisment

Room Heater Under 500: প্রবল শীতেও ঘাম ঝরবে, ৫০০ টাকার কমে পান সেরা এই রুম হিটার

Room Heater Under 500: বাড়িতে শিশু বা বয়স্ক মানুষ থাকলে রুম হিটারের প্রয়োজনীয়তা অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু শীতের সিজনের পর আর রুম হিটার কোন কাজে লাগে না। তাই অনেকেই সস্তার রুম হিটারের সন্ধান করেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
room heater under 500

হাড়কাঁপুনি ঠান্ডায় রুম হিটারই এক মাত্র মানুষকে স্বস্তি দিতে পারে।

Room Heater Under 500: হাড়কাঁপুনি ঠান্ডায় রুম হিটারই এক মাত্র মানুষকে স্বস্তি দিতে পারে।  রুম হিটার ছাড়া তীব্র শীত সহ্য করা খুব কঠিন। বাড়িতে শিশু বা বয়স্ক মানুষ থাকলে রুম হিটারের প্রয়োজনীয়তা অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু শীতের সিজনের পর আর রুম হিটার কোন কাজে লাগে না। তাই অনেকেই সস্তার রুম হিটারের সন্ধান করেন। আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি রুম হিটার সম্পর্কে তথ্য দিতে চলেছি যেগুলির দাম মাত্র ৫০০ টাকারও কম। 

Advertisment

FEOOBSS Double Rod Type Heater

এই শক্তিশালী 2000 ওয়াটের রুম হিটারটি ডাবল রড সহ পেয়ে যাবেন। এটি ছোট এবং মাঝারি মাপের ঘর গরম রাখতে এই রুম হিটার দারুণ কাজ করে। এর ওজন মাত্র 400 গ্রাম, যার কারণে এটি এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়াটাও সহজ। এতে তাপমাত্রা সামঞ্জস্য করার সুবিধাও  রয়েছে। এটি Amazon-এ 67 শতাংশ ছাড় সহ 488 টাকায় পাওয়া যাচ্ছে।

Advertisment

Oblivion Warm Wind Room Heater 220V

এই কমপ্যাক্ট হিটারের ওজন মাত্র 448 গ্রাম।  এটি অফিস এবং বেডরুমে ব্যবহার করার জন্য একেবারে পারফেক্ট। অ্যামাজনে 37 শতাংশ ছাড়ের পরে আপনি মাত্র 457 টাকায় এই রুম হিটারটি কিনতে পারবেন।

S &M ENTERPRISES Handy Electric Heater

এই 400 ওয়াটের মিনি হিটারটি দেখতে বেশ স্টাইলিশ এবং এতে রয়েছে অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য। এটি সিঙ্গেল রুমে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে বিশেষ LED ডিসপ্লে। আপনি আপনার পছন্দ অনুযায়ী তাপমাত্রা সেট করতে  পারবেন। এটি অ্যামাজনে মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে।

KUHA Electric Heater Single Rod Heater

এই 1000W হিটারের ওজন বেশ হালকা। এটি Amazon-এ 54 শতাংশ ছাড় সহ 460 টাকায় বিক্রি হচ্ছে।

Tech News
Advertisment