Advertisment

Bharat Mobility Global Expo 2025: ভারতের বৃহত্তম অটো এক্সপো! চোখধাঁধানো গাড়ির বহর! অভিভূত মোদী, উদ্বোধনেই বড় চমক!

Bharat Mobility Global Expo 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ ​​জানুয়ারি, শুক্রবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন করেন। এর সাথে সাথে, আজ থেকে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ এই অটো ইভেন্টে ৩৪টি নির্মাতা অংশগ্রহণ করবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bharat Mobility Global Expo 2025

অটোমেকাররা এই অনুষ্ঠানে তাদের ব্র্যাণ্ডের পণ্যগুলি লঞ্চ করবে। Photograph: (ফাইল চিত্র)

Bharat Mobility Global Expo 2025: ভারতের বৃহত্তম অটো এক্সপো! চোখধাঁধানো গাড়ির বহর! দুচোখ ভরে দেখে অভিভূত মোদী।  উদ্বোধনেই বড় চমক! অনুষ্ঠানে হাজির টপ  OEM-দের মধ্যে রয়েছে দেশের একাধিক নামী ব্র্যান্ড! যার মধ্যে রয়েছে মারুতি সুজুকি, টাটা মোটরস, মাহিন্দ্রা, টয়োটা, কিয়া, বিএমডব্লিউ, এমজি মোটর, হিরো মোটকর্প, মার্সিডিজ-বেঞ্জ, টিভিএস মোটরস, সুজুকি, হুন্ডাই, এমজি মোটর এবং দেশের আরও একাধিক বড় ব্র্যান্ড। 

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ ​​জানুয়ারি, শুক্রবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর  উদ্বোধন করেন। এর সাথে সাথে, আজ থেকে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ এই অটো ইভেন্টে ৩৪টি নির্মাতা অংশগ্রহণ করবে। অটোমেকাররা এই অনুষ্ঠানে তাদের ব্র্যাণ্ডের পণ্যগুলি লঞ্চ করবে। 

১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়া মোবিলিটি এক্সপো ২০২৫। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটি। ১৯ জানুয়ারি থেকে সাধারণ মানুষ এক্সপোতে অংশ নিতে পারবেন। এই অনুষ্ঠানে উপস্থিত OEM-দের মধ্যে রয়েছে দেশের বৃহত্তম ব্র্যান্ড, যার মধ্যে রয়েছে মারুতি সুজুকি, টাটা মোটরস, মাহিন্দ্রা, টয়োটা, কিয়া, বিএমডব্লিউ, এমজি মোটর, হিরো মোটকর্প, মার্সিডিজ-বেঞ্জ, টিভিএস মোটরস, সুজুকি, হুন্ডাই, এমজি মোটর এবং দেশের আরও অনেক ব্র্যান্ড। নতুন ব্র্যান্ড হিসেবে ভিনফাস্টও এতে অংশ নেবে।

এক্সপোতে দেশের বৃহত্তম দুই চাকার গাড়ি প্রস্তুতকারক, যেমন হিরো মোটোকর্প, বাজাজ অটো, টিভিএস মোটরস বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক যানবাহন লঞ্চ করতে চলেছে। জার্মান গাড়ি নির্মাতা পোর্শে এই এক্সপোতে তাদের অনেক পণ্য প্রদর্শন করতে চলেছে। এর মধ্যে থাকবে বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি ব্র্যান্ডের শীর্ষস্থানীয় পারফরম্যান্স-কেন্দ্রিক ICE মডেলগুলিও।

Advertisment

ভারতীয়রা মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ বিনামূল্যে প্রবেশের পাস পেতে পারেন। এর জন্য আপনাকে www.bharat-mobility.com-এ রেজিস্টার করতে হবে। এর জন্য কোন রেজিস্ট্রেশন ফ্রি লাগছে না। 

Electric Vehicle
Advertisment