Advertisment

Airtel: কোটি কোটি ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বেড়ে গেল এয়ারটেল প্রিপেইড প্ল্যানের মাসুল

এখন থেকে রিচার্জের জন্য দিতে হবে অধিক মাসুল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel,Bharti Airtel,Jio,prepaid plan,Sunil Mittal,VI,Vodafone Idea, New price of Airtel Plan, Airtel Plan price hike

এখন থেকে রিচার্জের জন্য দিতে হবে অধিক মাসুল।

কোটি কোটি এয়ারটেল ব্যবহারকারীর জন্য বিরাট ধাক্কা, বেড়ে গেল প্রিপেইড প্ল্যানের দাম। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন তবে এখন থেকে রিচার্জের জন্য দিতে হবে অধিক মাসুল।

Advertisment

সস্তায় রিচার্জের দিন শেষ! এয়ারটেল দুটি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল কয়েকদিন আগে একটি সাক্ষাত্কারে ইঙ্গিত দিয়েছিলেন কোম্পানি ট্যারিফ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। এখন এয়ারটেল তার প্রিপেইড প্ল্যানের মাসুল বেশ খানিকটাই বাড়িয়েছে।

ভারতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel তাদের দুটি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। Airtel তার ১১৮ টাকা এবং ২৮৯ টাকার প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এই দুটিই 4G প্ল্যান।

Airtel-এর ১১৮ টাকার প্রিপেড প্ল্যানের জন্য এখন থেকে গ্রাহককে দিতে হবে ১২৯ টাকা। একই সময়ে, ২৮৯ টাকার 4G প্রিপেড প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৩২৯ টাকা। এয়ারটেলের দুটি প্রিপেইড প্ল্যানে কী কী সুবিধা পাবেন তা জেনে নেওয়া যাক।

এয়ারটেলের ১২৯ টাকার প্ল্যান
Airtel-এর ১২৯ টাকার প্ল্যানে 12GB ইন্টারনেট ডেটা পাওয়া যায়। ব্যবহারকারীরা তাদের প্রিপেইড প্ল্যানের বৈধতা থাকাকালীন যে কোনো সময় এই প্যাক ব্যবহার করতে পারেন। এই 12 জিবি ডেটার বৈধতা বিদ্যমান প্রিপেইড প্ল্যান মেয়াদের দিন পর্যন্ত থাকবে। ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে অন্য কোন সুবিধা পাবেন না। আগে এই প্ল্যানের জন্য গ্রাহকদের দিতে হত ১১৮ টাকা।

এয়ারটেলের ৩২৯ টাকার প্ল্যান
আগে এই প্ল্যানের দাম ছিল ২৮৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩৫ দিনের বৈধতা পাবেন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, 4GB ডেটা এবং ৩০০টি SMS এর সুবিধা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই Airtel থাঙ্কস অ্যাপের সুবিধা পাবেন।

Jio এবং Vi-এর ভবিষ্যৎ পরিকল্পনা?
ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির ইতিহাসে অনেকবার দেখা গেছে যে যখন একটি কোম্পানি তার রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়, তখন তার প্রতিযোগিতায় থাকা অন্যান্য কোম্পানিও তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে, এটা আশঙ্কা যে Airtel এর পরে Jio এবং Vodafone-Ideaও তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়াতে পারে।

airtel
Advertisment