BSNL Recharge Plan: ৫জি নিয়ে বিরাট আপডেটের পরই, রিচার্জ প্ল্যানে বিরাট বিস্ফোরণ! ৩০০ জিবি ডেটার ধামাকা অফার

BSNL 5G : বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়ার পর থেকে কোটি কোটি মোবাইল ইউজার ইতিমধ্যে BSNL-নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। ইউজাররা পাবেন ৩০০ জিবি-রও বেশি ডেটা।

BSNL 5G : বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়ার পর থেকে কোটি কোটি মোবাইল ইউজার ইতিমধ্যে BSNL-নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। ইউজাররা পাবেন ৩০০ জিবি-রও বেশি ডেটা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bsnl broadband plan

রিচার্জ প্ল্যানে বিরাট বিস্ফোরণ! ৩০০ জিবি ডেটার ধামাকা অফার BSNL

BSNL 5G Updates: ৫জি নিয়ে বিরাট আপডেটের পরই এই সস্তা প্ল্যানে পেয়ে যান ৩০০ জিবি-র বেশি ডেটা, ৫ মাসের ভ্যালিডিটি। বাজার কাঁপিয়ে আলোড়ণ ফেলল BSNL 

Advertisment

দেশের একমাত্র টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সস্তার রিচার্জ প্ল্যানের জন্য জনপ্রিয়। বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়ার পর থেকে কোটি কোটি মোবাইল ইউজার ইতিমধ্যে BSNL-নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে কোম্পানি ৫জি নিয়ে বিরাট এক আপডেটও দিয়েছে। তার পরই ফের সংবাদ শিরোনামে বিএসএনএলের সস্তার রিচার্জ প্ল্যান। আজকের এই প্রতিবেদনে কোম্পানির এমনই একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যাতে মাত্র ১,০০০ টাকার কমে পেয়ে যাবেন ৫ মাসেরও বেশি মেয়াদ। পাশাপাশি এই প্ল্যানে ইউজাররা পাবেন ৩০০ জিবি-রও বেশি ডেটা। 

BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যান

আপনি যদি দীর্ঘ মেয়াদী এমন একটি রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন যাতা আপনি দৈনিক ডেটা, এসএমএস এবং সীমাহীন কলিং একাধিক নজর কাড়া অফার পাবেন তাহলে  BSNL-এর 997 টাকার রিচারজ প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট।  এই প্ল্যানটিতে ইউজাররা পেয়ে যাবেন ১৬০ দিনের বৈধতা। সারা দেশে যেকোনো নম্বরে সীমাহীন কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে এই প্ল্যান। এর সাথে ১০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। দৈনিক সীমা শেষ হওয়ার পর, ৪০kbps স্পিডেসীমাহীন ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই প্ল্যানের দৈনিক খরচের কথা বলতে গেলে, ৬ টাকার কিছুটা বেশি।

Advertisment

গতকালই কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের সুখবর দিয়েছে BSNL! সরকারি এই টেলিকম সংস্থা খুব শীঘ্রই তাদের 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে।  BSNL 5G চালু হওয়ার ফলে বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। BSNL ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সবচেয়ে কম দামে 5G নেটওয়ার্ক অফার করবে। দিল্লির পর দেশের বাকি বড় শহরগুলিতেও ৫জি নেটওয়ার্ক চালু করতে চলেছে সরকারি টেলিকম সংস্থা।

বিএসএনএল-এর সিএমডি রবার্ট জে রবি বলেছেন যে কোম্পানি দিল্লিতে নেটওয়ার্ক-অ্যাজ-এ-সার্ভিস (NaaS) এর মাধ্যমে তার 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে। তিনি বলেন যে বিএসএনএল ৫জিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তিনি আরও বলেছেন কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচিত শহরগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব 5G শুরু করতে চলেছে। 

BSNL 5G bsnl plan Check BSNL Network BSNL recharge plan