Advertisment

Vivo smartphone: এত সস্তায় vivo-এর সেরা এই স্মার্টফোন, ভাবাই যায় না

আপনি যদি একটি নতুন Vivo স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সময় Vivo Vivo Y27-নেওয়ার

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo Y27, Vivo Y27 Price, Vivo Y27 Specifications, vivo mobile, Vivo Y27 flipkart, flipkart sale, flipkart offers, mobile under 15000, smartphone under 15000,

আপনি যদি একটি নতুন Vivo স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সময় Vivo Vivo Y27-নেওয়ার

১৫ হাজার টাকার মধ্যে একটি নতুন ফোন কিনতে চাইছেন? আপনি Vivo Y27 স্মার্টফোনটি আপনার বিকল্পের তালিকায় রাখতে পারেন। গত বছর লঞ্চ হওয়া এই ডিভাইসটিতে বড় ছাড়ের কথা জানিয়েছে সংস্থা।

Advertisment

আপনি যদি একটি নতুন Vivo স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সময় Vivo Vivo Y27-নেওয়ার। গত বছরের জুলাইয়ে লঞ্চ হওয়া এই Vivo মোবাইল ফোনটির উপর রয়েছে তিন হাজার টাকার ছাড়। আপনি এই হ্যান্ডসেটটি দুটি রঙে কিনতে পারেন: কালো এবং সবুজ। কোম্পানি Vivo India-এর অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছে এবং Vivo Y27-এর দাম কমানোর বিষয়ে তথ্য দিয়েছে। দাম কমার পর এখন আপনি এই হ্যান্ডসেটটি পাবেন একেবারে জলের দামে।
ভারতে Vivo Y27 এর দাম

এই Vivo স্মার্টফোনটি গত বছর জুলাই মাসে 14,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন এই ফোনের দাম 3,000 টাকা কমানোর পর এই ডিভাইসটি এখন 11,999 টাকায় কেনা যাবে। এই দাম ফোনের 6 GB RAM / 128 GB ভেরিয়েন্টের জন্য।

Vivo Y27 স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই Vivo ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট এবং 600 nits ব্রাইটনেস সাপোর্ট সহ একটি 6.64 ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা 1080×2388 পিক্সেল রেজোলিউশন অফার করে।
চিপসেট: Vivo Y27-এ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর রয়েছে।
RAM: এই ফোনটি 6 GB RAM এর সাথে আসে তবে এই বাজেট ফোনটিতে 6 GB ভার্চুয়াল র‍্যামের সুবিধাও রয়েছে। স্টোরেজ: Vivo Y27-এ 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা আপনি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে প্রসারিত করতে পারেন।
ক্যামেরা সেটআপ: Vivo Y27 এর পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর পাওয়া যায়।
ব্যাটারি : 44 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ Vivo Y27 মডেলে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি।

Vivo smartphone
Advertisment