Bill Gates On AI Impact: ২০২২ সালে OpenAI ChatGPT চালু হওয়ার পরই AI কাজের ধরনকেই পুরো বদলে দিয়েছে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই জেমিনি, কোপাইলট, ডিপসিক এবং অন্যান্য AI চ্যাটবটগুলি এখন মানুষের কাজকে সহজ করে দিচ্ছে। যার ফলে মানুষের চাকরি হারানোর একটা ভয় তৈরি হচ্ছে। কৃত্রিম পদ্ধতি যেভাবে কর্মস্থানগুলোতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে চাকুরিজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই AI মানুষের স্থান দখল করবে এবং ঘটনাচক্রে এখন বিশ্বব্যাপী সংস্থাগুলি এই প্রযুক্তি অর্থাৎ AI-এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ভবিষ্যতে AI-এর প্রভাব আরও প্রকট হবে সেই বিষয়টা এখনই আঁচ করতে পারছেন বিল গেটস।
টেক গুরু NVIDIA-এর Jensen Huang, OpenAI-এর Sam Altman এবং Salesforce-এর কর্ণধার Marc Benioff-এর অনুমান AI যত বেশি প্রভাব বিস্তার করবে মানুষের চাকরি হারানোর আশঙ্কা আরও বাড়বে। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, এই ঘটনার জন্য পরোক্ষভাবে মানুষই দায়ী। ৬৯ বছর বয়সী এই ব্যক্তি বলেন, AI জীববিজ্ঞানীদের প্রতিস্থাপন করতে পারবে না।
তবে রোগ নির্ণয়, ডিএনএ বিশ্লেষণের মতো কাজ করার জন্য এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। জেনারেটিভ এআই যত দিন যাচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা একটি বিষয় খেয়াল করছেন নতুন প্রযুক্তি অর্থাৎ AI কী ভাবে ধীরে ধীরে মানুষের জায়গা দখল করে নিচ্ছে। বেশ কিছু সেক্টর ইতিমধ্যেই AI কবজা করে ফেলেছে।