Blast in Bluetooth Neckband: নেকব্যান্ড ফেটে মৃত্যু যুবকের! বিস্ফোরণ এড়াতে কী কী করবেন?

Blast in Bluetooth Neckband: শুধু ফোনই নয়, যেকোনো গ্যাজেটেই বিস্ফোরণ হতে পারে। সামান্য টাকা বাঁচানোর জন্য লোকাল কোম্পানির নেকব্যান্ড কেনার ফল মারাত্মক হতে পারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
neckband blast

নেকব্যান্ড ফেটে মৃত্যু যুবকের! বিস্ফোরণ এড়াতে কী কী করবেন? Photograph: (ফাইল ছবি)

Blast in Bluetooth Neckband: নেকব্যান্ড বা অন্য কোনও গ্যাজেটে  সামান্য ভুলের কারণে তাতে আগুন ধরে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সম্প্রতি লখনউতে নেকব্যান্ড বিস্ফোরণে এক যুবক প্রাণ হারিয়েছেন। নতুন গ্যাজেট কেনার সময় আমদের কিছু ভুলের কারণে আমাদের সমস্যার মুখে পড়তে হয়। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক  কোন ভুলের কারণে নেকব্যান্ডে বিস্ফোরণ হতে পারে, এই ধরণের ঘটনা এড়াতে কোন বিষয়গুলি মনে রাখা উচিত? 

Advertisment

শুধু ফোনই নয়, যেকোনো গ্যাজেটেই বিস্ফোরণ হতে পারে। সামান্য টাকা বাঁচানোর জন্য লোকাল কোম্পানির নেকব্যান্ড কেনার ফল মারাত্মক হতে পারে। সম্প্রতি লখনউতে নেকব্যান্ড ফেটে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনা সামনে আসতেই বিশেষজ্ঞরা সর্বদা নামি কোম্পানির গ্যাজেট কেনার উপর জোর দিয়েছেন। ভুল করেও ১ ঘন্টার বেশি কোনও গ্যাজেট কানের কাছে রাখবেন না। যদি গ্যাজেটটি ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে  তাহলে অবিলম্বে গ্যাজেটটি সরিয়ে দিন। এছাড়াও ৬০ মিনিটের বেশি কোনও গ্যাজেট চার্জ করবেন না। পাশাপাশি কখনও নেকব্যান্ড ব্যবহার করার সময় হাই ভলিউম না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

ফোন হোক বা অন্য কোনও গ্যাজেট, প্রতিটি ডিভাইসেরই একটি ব্যাটারি থাকে এবং যখন আপনি ডিভাইসটি অতিরিক্ত চার্জ করেন, তখন এটি ডিভাইসের ব্যাটারির উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। শুধু তাই নয়, ব্যাটারি দ্রুত অতিরিক্ত গরম হতে শুরু করে যা বিস্ফোরণের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি নন ব্র্যান্ডেড গ্যাজেট না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

Tech News