কৃষকদের আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলা ১২০০ টুইটার অ্যাকাউন্ট ব্লক করতে নোটিশ পাঠালো কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ১২০০ অ্যাকাউন্টের নতুন তালিকা টুইটারকে পাঠিয়েছে। কেন্দ্রের আবেদন, 'ভারতে হয় এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হোক বা সাসপেন্ড করা হোক। গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখেছে এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে খলিস্তান-পন্থীদের যোগ আছে কিংবা পাকিস্তানের মদত আছে।'
ওই তালিকা পাঠিয়ে আরও আবেদন করা হয়েছে, 'তালিকাভুক্ত অ্যাকাউন্টগুলো থেকে বিকৃত তথ্য পরিবেশন করা হচ্ছে। কৃষক আন্দোলনের পক্ষে প্ররোচনামূলক তথ্য পেশ করা হচ্ছে।'
যদিও টুইটার সূত্রে, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এমনটাই সূত্রের খবর।
সরকারি তরফে অভিযোগ, 'কৃষক আন্দোলনের সমর্থনে বিদেশী কিছু সেলিব্রিটির টুইট লাইক করেন টুইটারের সিইও জ্যাক ডর্সি।'
সেই আবেদনে সুর আরও চড়িয়ে মন্ত্রক লিখেছে, 'আমাদের আবেদনে যদি টুইটার কর্ণপাত করে তাহলে আদালত থেকে স্থগিতাদেশ বের করতে পারে। কিন্তু ভারতীয় আইনে মেনে অবিলম্বে সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করতে হবে।'
প্রসঙ্গত, কিছুদিন আগে কৃষকদের সমর্থনে তৈরি প্রায় ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্টকে সাময়িক ভাবে বন্ধ করার পথে হাঁটে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সোমবার ১০০টি টুইটার হ্যান্ডেল এবং কৃষক আন্দোলনের পক্ষে ১৫০-র বেশি টুইট আচমকা উধাও হয়ে যায় মাইক্রোব্লগিং সাইট থেকে। টুইটার কর্তৃপক্ষকে আইটি আইনের ৬৯এ ধারায় এগুলি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় মন্ত্রক।