Portable AC: নেই ইন্সটলেশনের ঝামেলা! ওজনে কম, আকারেও কমপ্যাক্ট, পোর্টেবেল এই এসিতে পান দুর্দান্ত শীতলতা

Portable AC: বাজারে অনেক এসি থাকলেও এই এসিটি সত্যিই অসাধারণ, এই এসি মেশিনটি কেবল মাত্র একটি ঘরকেই ঠান্ডা করে না, বরং পুরো ঘর জুড়ে অসাধারণ শীতলতা প্রদান করতে সক্ষম।

author-image
IE Bangla Tech Desk
New Update
Blue Star Portable AC

নেই ইন্সটলেশনের ঝামেলা! ওজনে কম, আকারেও কমপ্যাক্ট, পোর্টেবেল এই এসিতে পান দুর্দান্ত শীতলতা

Portable AC: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশের মানুষের ভরসা এসি মেশিন। তবে কোন কোম্পানির কত টনের এসি কিনবেন তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিভ্রেন্তি। আজকের এই প্রতিবেদনে এমনই এক এসি মেশিনের সন্ধান দিতে চলেছি, যেটি কেবল বাড়ির মাত্র একটি ঘর নয় বরং গোটা বাড়িকেই ঠাণ্ডা করবে। যখন যেখানে খুশি নিয়ে যেতেও পারবেন এই এসিটিকে। 

Advertisment

বাজারে অনেক এসি থাকলেও এই এসিটি সত্যিই অসাধারণ, এই এসি মেশিনটি কেবল মাত্র  একটি ঘরকেই ঠান্ডা করে না, বরং পুরো ঘর জুড়ে অসাধারণ শীতলতা প্রদান করতে সক্ষম। আপনি এই পোর্টেবল এসি অন হুইলও কম দামে বিরাট ছাড়ের সঙ্গে কিনতে পারেন। তীব্র তাপদাহ শুরু হওয়ার আগেই কিনে নিন বাজারের এই লেটেস্ট এসির মডেলটি। 

কুলারের মতো, এয়ার কন্ডিশনার (এসি)ও প্রতিটি ঘরে যেখানে খুশি এখন আপনি অনায়াসেই নিয়ে যেতে পারেন। হবাক লাগলেও আজ এই প্রতিবেদনে এমনই এক এসি মেশনের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেটি আপনি আপনার ইচ্ছামত বাড়ির যে কোন রুমে নিয়ে গিয়ে চালাতে পারেন। 

উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি, উভয় ক্ষেত্রেই সেই এসি ইন্সটলেশনের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে, ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যায়। কখনও কখনও বাড়িওয়ালার কাছ থেকেও এসি লাগানোর জন্য অনুমতি নিতে হয়। কিন্তু আজ এমন এক এসি মেশিন সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে মেশিন ইনস্টলেশনের কোন ঝামেলা নেই। সাধারণ এসির মতো এক জায়গায় ফিট না করে আপনার প্রয়োজন অনুসারে যে কোন রুমে আপনি সেট করতে পারেন অনায়াসেই। 

Advertisment

এই এসি মেশিনগুলিবেশিরভাগই আধা বা এক টন ধারণক্ষমতায় বাজারে উপলব্ধ। এই এসিটিতে একটি লম্বা পাইপ লাগানো আছে যেটি ঘরের গরম বাতাসকে ঘর থেকে বাইরে বের করে দেয়। বাজারে আপনি অনেক কোম্পানির পোর্টেবেল হুইল এসি পাবেন। এর মধ্যে রয়েছে ব্লুস্টার, ভোল্টাস, ফিলিপস এবং উষার মতো কোম্পানির এসি। বাজারে একটু ভালো কোম্পানির বিশেষ এই এসি মেশিনের দাম পড়বে  ৩৫ হাজার টাকার মধ্যে। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এই এসি কিনলে আপনি ছাড়ের সুবিধাও পেতে পারেন।

ব্লু স্টার ১ টন পোর্টেবল এসি
ব্লু স্টারের ফিক্সড স্পিড এসির দাম খুব বেশি নয়। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ, আপনি এটি মাত্র ৩২,৩৯০ টাকায় ১৭ শতাংশ ছাড়ের সঙ্গে পেয়ে যাবেন। এই রিমোট-নিয়ন্ত্রিত এসি যেকোনো সময় যেকোনো ঘরে নেওয়া যেতে পারে। একটি ঘর ঠান্ডা হওয়ার পর, এটি অন্য ঘরে ব্যবহার করা যেতে পারে। আপনি এই এসিটি নো-কস্ট ইএমআই-তেও কিনতে পারবেন। এতে আপনাকে মাসিক মাত্র ১,৫৭০ টাকা করে দিতে হবে।

আপনি আরও অনেক কোম্পানির এসি আপনি পাচ্ছেন যেগুলি আপনি কুলারের মতো যেকোনো ঘরে যেতে পারেন। এই এসি মেশিনগুলির ওজন কম এবং আকারেও কমপ্যাক্ট। 

Air Conditioner