Advertisment

BMW CE 02: লঞ্চের দোড়গোড়ায় BMW CE 02 , প্রিমিয়াম সেগমেন্ট ই-বাইক ঝড় তুলবে বাজারে

BMW CE 02: এন্ট্রি লেভেল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির হাত ধরে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার আসতে শুরু করেছে দেশে। যাতে গ্রাহকরা তাদের চাহিদা এবং বাজেট অনুযায়ী মডেল নির্বাচন করতে পারেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
BMW CE 02

লঞ্চের দোড়গোড়ায় BMW CE 02 , প্রিমিয়াম সেগমেন্ট ই-বাইক ঝড় তুলবে বাজারে


BMW CE 02: এন্ট্রি লেভেল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির হাত ধরে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার আসতে শুরু করেছে দেশে। যাতে  গ্রাহকরা তাদের চাহিদা এবং বাজেট অনুযায়ী মডেল নির্বাচন করতে পারেন। এ বিষয়টি মাথায় রেখে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউও বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। কোম্পানি এখন ভারতে তার ইলেকট্রিক স্কুটার BMW CE 02 লঞ্চ করতে চলেছে। এই নতুন মডেলটি মেড ইন ইন্ডিয়া স্কুটার হবে।  BMW CE 02 কোম্পানি তার দেশীয় অংশীদার TVS-এর সহযোগিতায় তৈরি করেছে। এই স্কুটারটি আগামী ১ অক্টোবর লঞ্চ হবে। 

Advertisment


BMW CE 02: এর দাম কত হবে?

দাম সম্পর্কে কথা বললে, নতুন BMW CE 02-এর দাম সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে এই ইভিটির দাম CE 04 এর থেকে অনেক কম দামে লঞ্চ হতে পারে। 

BMW CE 02: ব্যাটারি এবং রেঞ্জ
নতুন BMW CE 02-এ একটি 3.92 kWh ব্যাটারি রয়েছে যা সম্পূর্ণ চার্জে 108 কিলোমিটার রেঞ্জ অফার করে বলেই দাবি সংস্থার। কোম্পানির দাবি, এই মডেলটি 200cc বাইকের সমতুল্য রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে। এটির আসনের উচ্চতা 745mm, যার কারণে কম উচ্চতার মানুষও এই বাইকে অনায়াসেই ভ্রমণ করতে পারবেন। এই বাইকের টপ স্পিড 95kmph।

পেট্রোল ভরার টেনশন ছাড়ুন, কেতাদুরস্ত স্টাইলে হোক ননস্টপ জার্নি! খরচ মাত্র ২৫ পয়সা

BMW CE স্টাইলিশ ডিজাইন এবং ফিচার্স 
নতুন BMW CE 02 এই স্কুটারটির ডিজাইন বেশ আকর্ষণীয়। এই ইলেকট্রিক স্কুটারে একটি ফ্ল্যাট সিট দেওয়া আছে। রয়েছে এলসিডি ডিসপ্লে।এই বাইকে রয়েছে অ্যালয় হুইল। স্কুটারটির দাম প্রায় 5 লক্ষ টাকার আশেপাশে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

Electric scooter Electric Vehicle
Advertisment