BMW CE 04 scooter: দেশের বাজারে হু হু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। সেকথা মাথায় রেখে দেশের প্রথম দামি ও অত্যাধুনিক ই-স্কুটার লঞ্চ করতে চলেছে BMW। ইতিমধ্যে শুরু হয়েছে এই স্কুটারের প্রি-লঞ্চ বুকিং।
BMW-র বহু প্রতীক্ষিত স্কুটার CE04-এর প্রি-লঞ্চ বুকিং শুরু হয়েছে। এই মাসেই ভারতে এই ই-স্কুটার লঞ্চ করতে চলেছে সংস্থা। এটিই হতে চলেছে দেশের সবচেয়ে দামি ইলেকট্রিক স্কুটার।
BMW Motorrad India শীঘ্রই দেশে একটি নতুন প্রিমিয়াম স্কুটার লঞ্চ করতে চলেছে। দুর্দান্ত ফিচারের পাশাপাশি এই স্কুটারে একটি শক্তিশালী ব্যাটারি প্যাকও দেখা যাবে। আসলে, কোম্পানি BMW CE04 এর প্রি-লঞ্চ বুকিং শুরু করেছে। তথ্য অনুযায়ী, কোম্পানি এই স্কুটারটি 24 জুলাই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি 2022 সালের ডিসেম্বরে এই স্কুটারটি প্রদর্শন করেছিল।
BMW-এর এই স্কুটারের প্রি-লঞ্চ বুকিং শুরু হয়ে গিয়েছে। এই স্কুটারটি বুক করতে, আপনি BMW Motorrad-এর নিকটতম ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন৷ এর ডিজাইনও বেশ ইউনিক। এই স্কুটারের উচ্চতা 780 মিমি। এছাড়াও এই BMW স্কুটারের সামনে একটি সিঙ্গেল ব্রিজ টেলিস্কোপ ফর্ক দেওয়া হয়েছে। এছাড়া এই স্কুটারে 15 ইঞ্চি অ্যালয় হুইলও দেওয়া হয়েছে। স্কুটারে ABS সিস্টেমও দেওয়া হয়েছে।
BMW CE04: ব্যাটারি প্যাক
এখন এই স্কুটারের ব্যাটারি প্যাক সম্পর্কে কথা বলা যাক এই BMW স্কুটারটিতে 8.9kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। এই ব্যাটারি প্যাকটি সর্বোচ্চ 42 bhp শক্তি সহ 62 Nm এর সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। কোম্পানির মতে, এটি মাত্র 2.6 সেকেন্ডে প্রতি ঘন্টায় 0 থেকে 50 কিমি গতি তুলতে সক্ষম। এছাড়াও, এই স্কুটারটি প্রতি ঘন্টায় 120 কিমি টপ স্পিড প্রদান করবে। এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে প্রায় 120 কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম। এই স্কুটারে ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। এই চার্জারের সাহায্যে, এই স্কুটারটি প্রায় 1 ঘন্টা 40 মিনিটে চার্জ হয়ে যায়।
আরও পড়ুন - < jio: সীমাহীন কলিংয়ের সঙ্গে ৯০০ জিবি ডেটা একেবারে ফ্রি, চমকে দেবে এই jio-র নয়া এই রিচার্জ প্ল্যান >
BMW CE04: দাম
আমরা আপনাকে বলি যে বর্তমানে BMW এই স্কুটারটির দাম প্রকাশ করেনি। তবে মনে করা হচ্ছে যে কোম্পানি এই স্কুটারটিকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার এক্স-শোরুম দামে বাজারে লঞ্চ করতে পারে। একই সময়ে, এটি বাজারের সবচেয়ে দামি স্কুটারও হতে পারে।