boAt Airdopes 181 ওয়্যারলেস ইয়ারফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র ১৫০০ টাকা। খবরে উত্তাল টেকদুনিয়া। এর সঙ্গেই Airdopes 161 এবং Airdopes 161 ANC নামের নতুন আরও দুটি ইয়ারবাড ক্রেতারা কিনতে পারবেন। ১০এমএম ড্রাইভারের সঙ্গে আসা Airdopes 181 শক্তিশালী বেস এবং উন্নততর হেয়ারিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এতে রয়েছে ব্লুটুথ ৫.২ এবং এটি একবার চার্জে ২০ ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক টাইম অফার করবে। চলুন boAt Airdopes 181 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। boAt Airdopes 181 মডেলের দাম ভারতের বাজারে মাত্র ১,৪৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে এটি। বোল্ড ব্লু, কার্বন ব্ল্যাক, কুল গ্রে এবং স্পিরিট হোয়াইট এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারবাডটি।
boAt Airdopes 181:ফিচার-
boAt Airdopes 181মডেলে রয়েছে ইএনএক্স টেকনোলজি। কল চলাকালীন উন্নততর অডিও এক্সপেরিয়েন্স পাবেন ইউজাররা। এছাড়া গেমিং মোড হিসাবে এই ইয়ারবাডে রয়েছে বিস্ট মোড, যা ৯৫ মিলিসেকেন্ড পর্যন্ত ল্যাটেন্সি নামিয়ে আনতে পারবে। সংস্থার দাবি, চার্জিং কেস সমেত এয়ারডপস ১৮১, ২০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। অন্যদিকে, এর প্রত্যেকটি বাড এককভাবে ৪ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা নতুন এই ইয়ারবাড মাত্র ১০ মিনিট চার্জ দিলে দেড় ঘণ্টা পর্যন্ত মিউজিক শুনতে দেবে। সিমলেস কানেকশনের জন্য boAt Airdopes 181-এ রয়েছে ইনস্ট্যান্ট ‘ওয়েক এন পেয়ার’ ফিচার। এছাড়া, টাচ কন্ট্রোল বিশিষ্ট নয়া ইয়ারবাডে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। জল থেকে সুরক্ষা দিতে এটি আইপিএক্স৪ রেটিংসহ এসেছে।