boAt 2.01 ইঞ্চি AMOLED ডিসপ্লে, IP68 রেটিং সহ Ultima Select স্মার্টওয়াচ লঞ্চ করেছে।
boAt লঞ্চ করেছে কোম্পানির নতুন স্মার্টওয়াচ Ultima Select যাতে রয়েছে একটি বড় AMOLED ডিসপ্লে। স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটরিং, রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর ইত্যাদির মতো হেলথ ফিচার রয়েছে। পাশাপাশি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই স্মার্ট ওয়াচে রয়েছে IP68 রেটিং।
BoAt Ultima Select এর দাম মাত্র 2,999 টাকা। এটি স্টিল ব্ল্যাক, ডিপ ব্লু, কুল গ্রে এবং অ্যাক্টিভ ব্ল্যাক রঙে লঞ্চ করা হয়েছে। অ্যামাজন থেকে সহজেই এই স্মার্টওয়াচ কিনতে পারবেন ক্রেতারা। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে স্মার্টওয়াচটির বিক্রি।
boAt Ultima Select এর স্পেসিফিকেশনে রয়েছে বিরাট চমক। এতে রয়েছে 410 x 502 পিক্সেল রেজোলিউশন সহ একটি 2.01 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 1000 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা। স্মার্ট ওয়াচটিতে রয়েছে মেটাল বডি। এটিতে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন লেভেল,স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর ইত্যাদির মতো হেলথ ফিচার রয়েছে।
স্মার্টওয়াচটিতে ১০০টির বেশি স্পোর্টস মোড দিয়েছে কোম্পানিটি। একবার চার্জ দিলে ৫ দিন ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে কিউআর ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, বিল্ট ইন গেম, ডিএনডি, ফাইন্ড মাই অনেক ফিচার। রয়েছে ব্লুটুথ কলিং-য়ের সুবিধাও।