ভারতীয় বাজারে এল করল দেশীয় সংস্থা boAt -এর বাজেট রেঞ্জের নতুন একটি স্মার্টওয়াচ। যার নাম boAt Watch Blaze। গত সপ্তাহে ই-কমার্স সাইট, অ্যামাজনে (Amazon) দেখা গিয়েছিল এই স্মার্টওয়াচটিকে। তবে এখন সংস্থার তরফে এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হলো। নয়া ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে অ্যাপোলো প্রসেসর এবং এর ডিসপ্লের উজ্জলতা ৫০০ নিট। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসা এই নতুন ওয়্যারেবলে থাকছে SpO2 সেন্সর ও হার্ট রেট মনিটর ফিচার। চলুন boAt Watch Blaze স্মার্টওয়াচের দাম, ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।
boAt Watch Blaze স্মার্টওয়াচের দাম নির্ধারিত হয়েছে ৩,৪৯৯ টাকা। আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা বারোটা থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাবে ঘড়িটি। রেড, ব্লু, ব্ল্যাক এবং পিঙ্ক এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন স্মার্টওয়াচটি। বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টওয়াচ নিয়ে উত্তাল টেকদুনিয়া।
জেনে নিন এই স্মার্ট ওয়াচে কী কী ফিচার পাবেন আপনি?
এই স্মার্ট ওয়াচে থাকছে ১.৭৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। যার রেজুলিউশান ৩২০x ৩৮৫ পিক্সেল। ডিসপ্লেটি ৫০০ নিট পর্যন্ত উজ্জলতা দেবে এবং এর পিক্সেল ডেন্সিটি ২৮৬ পিপিআই। মেটাল ডিজাইনের এই ঘড়িটিতে দেওয়া হয়েছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে। ঘড়িটির ডিসপ্লের ধারে রয়েছে দুটি বাটন। কম্পানিয়ন বোট হাব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এর ১০০টি ওয়াচফেসের মধ্যে নিজেদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন।
প্রসেসর হিসাবে এই স্মার্টওয়াচে থাকছে অ্যাপোলো থ্রি ব্লু প্লাস এসওসি। যা অ্যানিমেশন ট্র্যানজিশনকে মসৃণ এবং ইন্টারফেসকে ২৫% দ্রুততর করবে। এমনকি ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে রয়েছে হার্ট রেট সেন্সর এবং SpO2 মনিটর। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকার হিসেবে থাকছে স্টেপ কাউন্টার, ক্যালরি বার্ন মনিটর ইত্যাদি। এছাড়াও রয়েছে ওয়াকিং ,সাইক্লিং, হাইকিং, রোয়িং, ক্রিকেটের মত ১৪টি স্পোর্টস মোড। এতে পাওয়া যাবে সিডেন্টারি এবং হাইড্রেশন অ্যালার্ট, মেল, এসএমএস এবং সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন। তদুপরি, ঘড়িটির মাধ্যমে ব্যবহারকারী তার কল এবং এসএমএস এর চটজলদি উত্তর দিতে পারবেন।
সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে boAt Watch Blaze দশ দিন পর্যন্ত সক্রিয় থাকতে সক্ষম। উপরন্তু এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিটের চার্জে এক দিন পর্যন্ত ব্যবহার করতে পাবেন ইউজাররা।