BSNL Diwali Special Offer: বাজারে BSNL-এর দাপট! সংকটে জিও, এয়ারটেল, ভোডা! BSNL-র 'ঝড়ে' নাস্তানাবুদ বেসরকারি টেলিকম কোম্পানি। দিওয়ালির আগেই বিরাট অফার ঘোষণা করল BSNL, এবার মাত্র 400 টাকার কম দামে পেয়ে যান পুরো 150 দিনের ভ্যালিডিটি।
আবারও বেসরকারি সংস্থাগুলির রক্তচাপ বাড়িয়েছে বিএসএনএল। ভারত সঞ্চার নিগম লিমিটেড 400 টাকার কম দামে 150 দিনের বৈধতা অফার করছে। বেসরকারি সংস্থাগুলির ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের মাঝে যেন গ্রাহকদের জন্য স্বস্তির ঝড়ো হাওয়া বয়ে নিয়ে এল বিএসএনএল।
BSNL-এর তোলপাড় ফেলা অফার, প্রতিটি রিচার্জে পান আর্কষণীয় ছাড়
দিওয়ালির আগে মারকাটারি প্ল্যান BSNL-এর। বর্তমানে BSNL তার 4G নেটওয়ার্ক বিস্তারের কাজ চালানোর পাশাপাশি 5G নিয়েও কাজ করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এমন অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে ব্যবহারকারীরা পান দীর্ঘ দিনের ভ্যালিডিটি। সংস্থাটি বর্তমান এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে গ্রাহকরা পাবেন পুরো 150 দিনের বৈধতা।
150 দিনের রিচার্জ প্ল্যান
BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি 397 টাকায় পাওয়া যাচ্ছে। এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা 150 দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড কলিং, ডেটা, ফ্রি এসএমএসের মতো অনেক সুবিধা দেওয়া হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড রিচার্জ প্ল্যান বিশেষত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা BSNL নম্বরটি সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করছেন।
দিওয়ালির আগে গর্জে উঠল BSNL,সস্তার মারকাটারি প্ল্যানে ফ্রি কল ৩৬৫ দিন!
BSNL-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা প্রথম 30 দিনের মধ্যে সারা দেশে যে কোনও মোবাইল নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পান। এছাড়াও এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB ডেটার সুবিধা পাবেন। 30 দিন পরে, ব্যবহারকারীরা 40kbps গতিতে ইন্টারনেটের সুবিধা পেতে থাকবেন। একই সময়ে, ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যের SMS এর সুবিধাও পান। প্রথম 30 দিনের জন্যও এই সুবিধা পাওয়া যাবে।
BSNL 4G পরিষেবা শীঘ্রই শুরু হবে
সরকারি টেলিকম সংস্থা সম্প্রতি তাদের নতুন লোগো প্রকাশ করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড 24 বছর পর তাদের লোগো পরিবর্তন করেছে। এছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেড ৭টি নতুন পরিষেবা চালু করেছে। BSNL শীঘ্রই সারা দেশে বাণিজ্যিকভাবে 4G পরিষেবা চালু করতে চলেছে। এছাড়াও আগামী বছরের জুনে 5G পরিষেবা চালু করতে পারে সংস্থাটি। BSNL তার মোবাইল নেটওয়ার্ক উন্নত করতে ১ লক্ষ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৩৫ হাজারেরও বেশি টাওয়ার ইনস্টল করা হয়েছে।