BSNL সাশ্রয়ী মূল্যের প্ল্যানের জন্য পরিচিত। আপনি যদি একটি সস্তার প্ল্যানের সন্ধান করেন তাহলে আপনি আপনার BSNL-র এই প্ল্যান বিবেচনা করতে পারেন। আজকে আমরা আপনাকে যে প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি তাতে আপনি পেয়ে যান এক বছর অর্থাৎ 365 দিনের বৈধতা।
BSNL 2999 প্রিপেড প্ল্যান-
BSNL ব্যবহারকারীরা 2999 টাকা রিচার্জ করলে পাবেন আনলিমিটেড লোকাল কল করার সুবিধা। পাশাপাশি পাবেন প্রতিদিন 3 জিবি ডেটা। সঙ্গে পান প্রতিদিন 100 টি এসএমএস-র সুবিধা।
BSNL 4G নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই BSNL 4G নেটওয়ার্ক চালু করবে। অন্যদিকে, BSNL 4G -র পাশাপাশি 5G- পরিষেবা নিয়েও নিরন্ত্র কাজ করে চলেছে। একবার এই পরিষেবা চালু হলে, BSNL-এর ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে।
এ জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL 5G-কে সবুজ সংকেত দিয়েছেন। আগামী বছরের মধ্যে, সবকটি বড় শহরে মিলবে BSNL 5G পরিষেবা।
< JioTV+ App For Smart TV: JioTV+ অ্যাপ লঞ্চ করল jio, পান ৮০০ টিভি চ্যানেলের সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্মের অ্যাকসেস >