/indian-express-bangla/media/media_files/2024/11/30/uORDIMpthsomDhh5R3NW.jpg)
4G চালুর পরই 'রিচার্জ বিস্ফোরণ' BSNL-এর
BSNL ব্যবহারকারীদের জন্য নতুন একটি আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। মাত্র ৩১৯ টাকায় এই প্ল্যানটিতে পেয়ে যান ৬৫ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি এই প্ল্যানে ইউজাররা পাবেন সীমাহীন কলিং ও ডেটার সুবিধা। এছাড়া প্রতি দিন ৩০০টি SMS ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। তবে মনে রাখতে হবে, দৈনিক ১০ জিবি ডেটা ব্যবহার শেষ হলে ইন্টারনেটের গতি ১০ কেবিপিএসে নেমে যাবে।
আরও পড়ুন- উপভোগ করুন! এই রিচার্জগুলির সঙ্গে পেয়ে যান Netflix ফ্রি সাবস্ক্রিপশন, পেয়ে যান ভরপুর বিনোদন
রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL সম্প্রতি 4G পরিষেবা চালু করেছে। সরকার জানিয়েছে, BSNL-এর 4G নেটওয়ার্ক দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এছাড়াও, শীঘ্রই BSNL 5G পরিষেবাও চালু করার লক্ষ্য সামনে রেখেছে।
BSNL অন্যান্য অপারেটর জিও, এয়ারটেল ও ভিআই-এর মতো ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। ৩১৯ টাকার এই নতুন প্ল্যানটি বিশেষ করে দীর্ঘমেয়াদী কলিং এবং ডেটা প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।
আরও পড়ুন-৩৫০ টাকার কমে সেরা ৫ রিচার্জ প্ল্যান, বাজারে 'তুফানি তান্ডব' jio-এর
এছাড়াও, BSNL কিছু নির্বাচিত প্রিপেইড প্ল্যানে সীমিত সময়ের জন্য ছাড় দিচ্ছে। ১৯৯, ৪৮৫ এবং ১৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে যথাক্রমে ৩.৮ টাকা, ৯.৬ টাকা এবং ৩৮ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। ১৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জে আরও অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে। এই অফার ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক বিকল্প হতে পারে।
আরও পড়ুন- GST কমায় Royal Enfield এর কোন ৫ বাইকের দাম কমল? তালিকা দেখে চমকে যাবেন