Advertisment

BSNL-র তাণ্ডব অব্যাহত! ঝড়ো ব্যাটিংয়ে ছক্কা হাকিয়ে আরও আনল এক মারকাটারি প্ল্যান

BSNL 2399 Plan: BSNL তার কোটি কোটি ব্যবহারকারীদের ন্য এনেছে এক দুর্দান্ত প্ল্যান । সরকারি টেলিকম কোম্পানির এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন দীর্ঘতম বৈধতা ।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 4G

BSNL 2399 Plan: BSNL-এর এই প্ল্যানে কোনও বিরাম নেই, দূর হবে 395 দিনের জন্য রিচার্জের টেনশন । BSNL তার কোটি কোটি ব্যবহারকারীদের জনব্য এনেছে এক দুর্দান্ত  প্ল্যান । সরকারি টেলিকম কোম্পানির এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন395 দিনের দীর্ঘতম বৈধতা ।

Advertisment

কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে? 

বেসরকারী টেলিকম সংস্থাগুলির টানাপোড়েনর মাঝেই গ্রাহক টানতে এক মারকাটারি প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য অনেক সস্তার রিচার্জ প্ল্যান অফার করছে, যার মধ্যে আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা বিনামূল্যে ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে। শীঘ্রই সারা দেশে 4G পরিষেবা চালু করার প্রস্তুতিও নিয়েছে সংস্থা। এ জন্য কোম্পানিটি ১ লাখ নতুন মোবাইল টাওয়ার বসাতে যাচ্ছে BSNL, যার মধ্যে ৭৫ হাজার টাওয়ার বসানোর কাজ শিগগিরই শেষ হবে।

উৎসবের মরসুমে সবচেয়ে সস্তা ফোন লঞ্চ করল Jio! দাম তিন হাজারেরও কম

BSNL 2399 প্ল্যানের সুবিধা
এই রিচার্জ প্ল্যানের সুবিধার কথা বলতে গেলে, ব্যবহারকারীরা এই প্ল্যানে 395 দিনের জন্য যেকোনো মোবাইল নম্বরে সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পান। এই প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন 2GB হাই স্পিড মোবাইল ডেটা এবং 100টি বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন। প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা 40kbps গতিতে আনলিমিটেড ডেটা পাবেন।

মঙ্গলে দানব হাসি মুখের সন্ধান! আতঙ্ক-বিষ্ময়ে অবাক বিজ্ঞানীরা

কোম্পানির পোস্ট অনুসারে, এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা Zing মিউজিক এবং ভিডিওর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও, বিএসএনএল টিউনস এবং ওয়াও এন্টারটেইনমেন্টের মতো অ্যাপগুলিতে অ্যাক্সেসও করতে পারবেন ইউজাররা। এই রিচার্জ প্ল্যান হল যে কোনও টেলিকম কোম্পানির তুলনায় দীর্ঘতম মেয়াদের রিচার্জ প্ল্যান। প্রাইভেট কোম্পানিগুলির দীর্ঘতম রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীদের 365 দিন অর্থাৎ পুরো এক বছর মেয়াদ দেওয়া হয়।

লঞ্চের পর বড় ছাড়ের ঘোষণা, জলের দামে পান iphone 16

Check BSNL Network bsnl plan BSNL recharge plan
Advertisment