/indian-express-bangla/media/media_files/NcjnkgxYIl0nTDLwkLXA.jpg)
সস্তা রিচার্জ প্ল্যানে আলোড়ণ, সুনামি তুলে ফের বাজার কাঁপিয়ে দিল BSNL!
BSNL VS JIO: সস্তা রিচার্জ প্ল্যানে আলোড়ণ, সুনামি তুলে ফের বাজার কাঁপিয়ে দিল BSNL! এই প্ল্যানে কোটি কোটি ব্যবহারকারীরা প্রতিদিন পাবেন ৩ জিবি ডেটা।
দামি রিচার্জ প্ল্যানের তালিকায় ক্লান্ত? BSNL আপনার জন্য নিয়ে এসেছে জবরদস্ত এক রিচার্জ প্ল্যান। এই প্ল্যান কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের টেনশন দূর করেছে। সস্তার এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা।
ফের বেসরকারি টেলিকম সংস্থার ঘুম কেড়ে দাপট দেখালো BSNL! সস্তার এই রিচার্জ প্ল্যান সকলের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। এখন BSNL তার সস্তা প্ল্যানে বাজারে দাপট দেখাচ্ছে। কোম্পানি বর্তমানে তাদের পোর্টফোলিওতে একটি নতুন প্ল্যান যুক্ত করেছে । এই প্ল্যানে মাত্র ৩০০ টাকারও কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা ।
মাত্র ১২ হাজারে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের বিপুল সম্ভার, দুর্দান্ত অফারে পান বাজারের সেরা ৫ সেরা মডেল
আপনি যদি প্রচুর ইন্টারনেট ব্রাউজিং, ওটিটি স্ট্রিমিং, অথবা অনলাইন শপিং করেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য পারফেক্ট। আপনার মোবাইলে যদি একটি BSNL সিম কার্ড থাকে, তাহলে আপনি কম খরচে পুরো মাস কলিং এবং ডেটার টেনশন থেকে এখন মুক্তি পাবেন সহজেই। BSNL তালিকায় ২৯৯ টাকার একটি অসাধারণ রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানের মাধ্যমে আপনি ৩০ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। বিনামূল্যে কলিংয়ের পাশাপাশি, BSNL তার গ্রাহকদের প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMSও দিচ্ছে।
Your network, your power. Power up your month with BSNL. Perfect for heavy data users who demand more.
— BSNL India (@BSNLCorporate) May 2, 2025
Stay connected, stay unstoppable.
Recharge nowhttps://t.co/BpQ0Erk16p#BSNLIndia#StayConnected#UnlimitedValue#ConnectedWithCare#BSNLRechargepic.twitter.com/MZeb2vIcXw
BSNL-এর এই প্ল্যানটি তাদের জন্য যারা অধিক ইন্টারনেট ব্যবহার করেন। এই প্ল্যানে আপনি ৩০ দিনের জন্য ৯০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি প্রতিদিন ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে এই সময় ইন্টারনেট স্পিড অনেকটাই কমে যাবে।
মিনিটে ঘর হবে কনকনে ঠান্ডা, লেকটাউনে বসেই পান লাদাখের শীতলতা
আপনি যদি Jio সিম ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন যে 3GB দৈনিক ডেটার জন্য আপনাকে BSNL-এর তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে। যদি আমরা জিওর এই পরিকল্পনার কথা বলি, তাহলে তালিকায় ৪৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। কোম্পানি ৪৪৯ টাকায় ২৮ দিনের বৈধতা দিচ্ছে। এই প্ল্যানে, আপনি আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS পাবেন। এই প্ল্যানে, জিও তার গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি ডেটা অফার করে। এর সাথে, 90 দিনের জন্য প্ল্যানে Jio Hotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।