Bsnl 3gb daily data plan: বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর পর থেকে একের পর এক সস্তার প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলেছে BSNL! ইতিমধ্যে অনেক গ্রাহকই সস্তার রিচার্জ প্ল্যানের সন্ধানে BSNL-এ পোর্ট করেছেন। এবার BSNL এমন একটি দুর্দান্ত বাজেট প্ল্যান এনেছে, যা জেনে যেকোনো গ্রাহকেরই মুখে হাসি ফুটবে। মাত্র ২৯৯ টাকায়, গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩GB হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS—এই সব সুবিধা গ্রাহকরা পাবেন ৩০ দিনের জন্য।
কী রয়েছে BSNL-এর এই ২৯৯ টাকার প্ল্যানে?
- দাম : ২৯৯ টাকা
- মেয়াদ: ৩০ দিন
- ডেটা: প্রতিদিন ৩GB (মোট ৯০GB)
- কলিং: আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল
- SMS: প্রতিদিন ১০০টি
- এই প্ল্যানের বিশদ তথ্য BSNL তাদের অফিসিয়াল X (Twitter) হ্যান্ডলে প্রকাশ করেছে।
ফ্রি LIVE TV-ও BSNL-এর চমক
BSNL তার গ্রাহকদের ধরে রাখতে প্রতিনিয়ত আকর্ষণীয় অফার নিয়ে আসছে। কিছুদিন আগেই সংস্থা ঘোষণা করেছিল যে তারা ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল একেবারে ফ্রি-তে দেখার সুযোগ দেবে। এই সুবিধাটি BSNL-এর যে কোনো রিচার্জ প্ল্যানে প্রযোজ্য, এমনকি ফোনে ইন্টারনেট না থাকলেও চলবে!
BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানও গ্রাহকদের জন্য লাভজনক
যারা দীর্ঘ দিনের ভ্যালিডিটি চাইছেন, তাদের জন্য রয়েছে ৫৯৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ৩GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ SMS, অর্থাৎ মোট ২৫২GB ডেটা। হিসেব করে দেখলে, প্রতি মাসে মাত্র খরচ হচ্ছে মাত্র ১৯৯ টাকা।