BSNL Recharge Plans With 30 Days Validity:দেশজুড়ে 4G চালুর পরই রিচার্জে 'বিস্ফোরণ', সস্তার প্ল্যানে আলোড়ণ ফেলল BSNL

BSNL Recharge Plans With 30 Days Validity:ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ৩০ দিনের মেয়াদের এই প্ল্যানগুলিতে রয়েছে ডেটা, সীমাহীন কল এবং এসএমএস-এর সুবিধা।

BSNL Recharge Plans With 30 Days Validity:ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ৩০ দিনের মেয়াদের এই প্ল্যানগুলিতে রয়েছে ডেটা, সীমাহীন কল এবং এসএমএস-এর সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL SIM Upgrade

সস্তার প্ল্যানে আলোড়ণ ফেলল BSNL

BSNL Recharge Plans With 30 Days Validity: ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ৩০ দিনের মেয়াদের এই প্ল্যানগুলিতে রয়েছে ডেটা, সীমাহীন কল এবং এসএমএস-এর  সুবিধা। বিশেষ করে যারা কম খরচে বেশি সুবিধা চান, তাদের জন্য এই চারটি প্ল্যান আদর্শ।

Advertisment

BSNL ২২৫ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানটি সেই সব ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা প্রতিদিন নির্দিষ্ট ডেটা এবং আনলিমিটেড কল চান। প্রতি দিনে ২.৫ জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে ৩০ দিনের জন্য আনলিমিটেড লোকাল ও STD কল এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যায়।

BSNL ২৪৭ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদও ৩০ দিন। এখানে পুরো মাসের জন্য ৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে একদিনে সম্পূর্ণ ডেটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি, সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি SMS, ১০ টাকার টকটাইম ব্যালেন্স এবং BSNL Tunes ও Eros Now বিনোদন পরিষেবার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisment

BSNL ১৪৭ টাকার প্ল্যান: সীমিত ডেটা সহ আনলিমিটেড কলের জন্য এই প্ল্যানটি আদর্শ। এই প্ল্যানটিতে ইউজাররা পাবেন মোট ১০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধা এই প্ল্যানে অন্তর্ভুক্ত। এটি সেকেন্ডারি সিম সক্রিয় রাখার জন্যও উপযুক্ত।

BSNL ১৯৮ টাকার ডেটা ভাউচার: এটি মূলত ডেটা-বেসড প্ল্যান। এতে মোট ৪০ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন ইউজাররা। তবে ভয়েস কলিং বা SMS সুবিধা নেই। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন।

ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ: এয়ারটেল, জিও এবং ভোডাফোন ব্যবহারকারীরা বিনামূল্যে কীভাবে দেখবেন?

BSNL 5G bsnl