৭২ দিন আর রিচার্জ করতেই হবে না, ৪জি চালুর পর খেলা শুরু BSNL-এর

এই প্ল্যানটি ৫০০ টাকার মধ্যে সেরা বিকল্পগুলির মধ্যে একটি। তবে, দৈনিক ডেটা সীমা শেষ হলে ইন্টারনেটের গতি ৪০ Kbps-এ নেমে যাবে।

এই প্ল্যানটি ৫০০ টাকার মধ্যে সেরা বিকল্পগুলির মধ্যে একটি। তবে, দৈনিক ডেটা সীমা শেষ হলে ইন্টারনেটের গতি ৪০ Kbps-এ নেমে যাবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bsnl broadband plan

BSNL-এর ৭২ দিনের প্ল্যানে ২ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হচ্ছে

৪জি চালুর পর বিএসএনএল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৪৮৫ টাকার একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা পাবেন ৭২ দিনের মেয়াদ সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধা রয়েছে। পাশাপাশি এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন, অর্থাৎ ৭২ দিনের জন্য ইউজাররা মোট ১৪৪ জিবি ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন। 

Advertisment

BSNL ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় বাজেট-ফ্রেন্ডলি প্রিপেইড প্ল্যান চালু করেছে। মাত্র ৪৮৫ টাকায় এই প্ল্যানটিতে পেয়ে যান ৭২ দিনের বৈধতা।  দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS বার্তা অন্তর্ভুক্ত। এর মানে ব্যবহারকারীরা মোট ১৪৪ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। 

এই প্ল্যানটি ৫০০ টাকার মধ্যে সেরা বিকল্পগুলির মধ্যে একটি। তবে, দৈনিক ডেটা সীমা শেষ হলে ইন্টারনেটের গতি ৪০ Kbps-এ নেমে যাবে।ব্যবহারকারীরা স্থানীয় ও STD কলিং সুবিধা উপভোগ করতে পারবেন।সঙ্গে  রয়েছে আরও একটি সুবিধা, যা BSNL ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে। রিচার্জ করলে BSNL ওয়েবসাইট বা BSNL সেলফকেয়ার অ্যাপের মাধ্যমে ২% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 

Advertisment

আরও পড়ুন- আপনার ফোনে BSNL 4G কীভাবে সক্রিয় করবেন? সবচেয়ে সহজ উপায়টি জেনে নিন

bsnl