BSNL 4G mobile: BSNL বড় প্রস্তুতি! সস্তার রিচার্জের পর এবার সস্তার স্মার্টফোনের পালা, ঘুম উড়ল Jio Airtel-র। BSNL এখন Jio এবং Airtel-এর মতো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি তাদের X হ্যান্ডেলের মাধ্যমে এই সম্পর্কে তথ্য শেয়ার করেছে। BSNL কম দামে ব্যবহারকারীদের স্মার্টফোন দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে।
গত জুলাইয়ে সকল বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম বাড়িয়েছিল। যার পর থেকে সস্তার রিচার্জে গ্রাহকদের কাছে বিরাট জনপ্রিয়তা অর্জন করেছে BSNL। জিও, ভিআই এবং এয়ারটেলের তুলনায় BSNL লোকেদের কাছে অনেক সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে, যার কারণে অনেকেই তাদের নম্বর BSNL-এ পোর্ট করেছেন। গত কয়েক মাসে, BSNL অনেক সস্তার রিচার্জ প্ল্যান চালু করেছে। যে সকল রিচার্জে গ্রাহকদের কম দামে আরও বেশি সুবিধা প্রদান করে। এছাড়াও, BSNL-এর 4G নেটওয়ার্কও দ্রুত প্রসারিত করছে। এমন পরিস্থিতিতে বিএসএনএল দ্রুত সম্প্রসারণ করছে। পাশাপাশি বিএসএনএল সস্তায় নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।
EMI মাত্র ২ হাজার! উৎসবের সিজনে বাড়িতে আনুন অনন্য এই স্কুটার, পান প্রতি লিটার ৬০ কিমি মাইলেজ
BSNL শীঘ্রই তাদের ফোন লঞ্চ করবে
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কার্বন মোবাইলের সঙ্গে অংশীদারিত্বে একটি নতুন ফোন লঞ্চ করার ঘোষণা করেছে। এই BSNL ফোনটি Jio-ফোনের থেকে সস্তায় লঞ্চ হতে পারে। BSNL-এর এই নতুন ফোনের পাশাপাশি BSNL সিমও পাওয়া যাবে। এছাড়াও ইউজাররা এই ফোনে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। BSNL তার প্রতিষ্ঠা দিবসে কার্বন মোবাইলের সঙ্গে একটি চ্যুক্তি স্বাক্ষর করেছে।
With the signing of a landmark #MoU, #BSNL and #KarbonnMobiles to introduce an exclusive SIM handset bundling offer under the Bharat 4G companion policy. Together, we aim to bring affordable 4G connectivity to every corner of the nation.#BSNLDay #BSNLFoundationDay pic.twitter.com/M37lXjhaGP
— BSNL India (@BSNLCorporate) October 1, 2024
বিএসএনএল-এর লক্ষ্য কী?
BSNL-এর লক্ষ্য দেশের প্রতিটি কোণায় সাশ্রয়ী মূল্যের 4G সংযোগ আনা। কার্বন মোবাইলের সহযোগিতায় BSNL ভারত 4G প্রচার নীতির অধীনে একটি বিশেষ সিম হ্যান্ডসেট বান্ডলিং অফার নিয়ে আস্তে চলেছে। বিএসএনএল এক্স-এ পোস্ট করে এই ঘোষণা করেছে।