/indian-express-bangla/media/media_files/2024/10/16/28YM23HIn7XjikZNZtXf.jpg)
বাজারে সুনামি তুলতে আসরে এবার BSNL, অবশেষে 5G নিয়ে সামনে এল বিরাট আপডেট
Bsnl 5G Update: BSNL ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। 4G-র পর শীঘ্রই 5G পরিষেবা শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড। (BSNL)-এর 4G নেটওয়ার্ক আগামী জুন মাস থেকে 5G-তে আপগ্রেড করা হবে। জুনের মধ্যে প্রায় এক লক্ষ 4G সাইট চালু করার পরিকল্পনা করেছে সংস্থা। এর মধ্যে প্রায় ৮৯,০০০টি ৪জি সাইট ইনস্টল করা হয়েছে। কোম্পানি 4G নেটওয়ার্কের জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে।
আপনি যদি BSNL সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। বিএসএনএল এক লক্ষ 4G টাওয়ার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কোম্পানির এই কাজ এখন শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে 4G-এর পরে, সরকারি সংস্থাটি শীঘ্রই 5G সংযোগের কাজ শুরু করবে। একদিকে, কোম্পানি তার রিচার্জ পোর্টফোলিওতে নতুন নতুন সস্তার রিচার্জ প্ল্যান যুক্ত করছে, অন্যদিকে, কোম্পানি দ্রুত নেটওয়ার্ক উন্নত করার কাজও করছে। ইতিমধ্যেই 4G নেটওয়ার্ক নিয়ে কাজ করছে কিন্তু এখন 5G সম্পর্কেও একটি বড় আপডেট সামনে এসেছে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সরকারি টেলিকম সংস্থা এই বছরের জুন মাসের মধ্যে তার 4G থেকে 5G নেট ওয়ার্ককে আপগ্রেড করার কাজ শুরু করবে।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকার 4G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য BSNL-কে 6,000 কোটি টাকার তহবিল অনুমোদন করেছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান! কোটি কোটি গ্রাহকের স্বপ্ন পূরণ, চালু হল 5G সার্ভিস
5Gমোবাইল পরিষেবার অভাবে বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতার বাজারে বেশ কিছুটা পিছিয়ে পড়ছে বিএসএনএল। চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে, বিএসএনএল প্রায় ২৬২ কোটি টাকা নিট মুনাফা করে রেকর্ড করেছে। প্রায় ১৭ বছর পর কোম্পানি এই অসাধ্য সাধন করেছে। বর্তমানে দেশের তিনটি প্রধান টেলিকম কোম্পানি, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং VI তাদের 5G পরিষেবা শুরু করেছে। এবার প্রতিযোগিতার আসরে প্রস্তুত BSNL-ও!