4G পরিষেবা চালুর পরই ১৩ লক্ষ গ্রাহক যুক্ত হল BSNL-এ, দারুণ নেটওয়ার্কে মুগ্ধ ইউজাররা

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। 4G পরিষেবা চালুর পরই সংস্থা এখন 5G নেটওয়ার্ক চালুর প্রস্তুতি শুরু করেছে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। 4G পরিষেবা চালুর পরই সংস্থা এখন 5G নেটওয়ার্ক চালুর প্রস্তুতি শুরু করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl 5G

4G পরিষেবা চালুর পরই ১৩ লক্ষ গ্রাহক যুক্ত হল BSNL-এ, দারুণ নেটওয়ার্কে মুগ্ধ ইউজাররা

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। 4G পরিষেবা চালুর পরই সংস্থা এখন 5G নেটওয়ার্ক চালুর প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, চলতি বছরের শেষ নাগাদ বিএসএনএলের গ্রাহকরা 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলক পরিষেবা শুরু হয়েছে। বর্তমানে সংস্থাটি সারা দেশে প্রায় ১ লক্ষ 4G টাওয়ার ইন্সটলেশনের কাজ শেষ করেছে সংস্থা। আরও ১ লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনাও করছে BSNL।

Advertisment

আরও পড়ুন-দীঘা যাওয়ার পথে চরম বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতার সঙ্গে সংযোগকারী এই ব্যাস্ততম ব্রিজ, স্তব্ধ যানচলাচল

বিএসএনএলের তরফে জানানো হয়েছে, কোম্পানির 5G পাইলট প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিএসএনএলের 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে 5G-তে আপগ্রেডশনে প্রস্তুত এবং ট্রায়াল শেষ হলেই 5G-তে আপগ্রেড করা যাবে। তিনি আরও জানান, বর্তমানে ট্রায়াল চলছে এবং খুব শিগগিরই 5G পরিষেবা চালু করা হবে। 

Advertisment

অন্যদিকে, নতুন গ্রাহক যুক্ত করার ক্ষেত্রেও বিএসএনএল বড় সাফল্য পেয়েছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই (TRAI)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে বিএসএনএলে ১৩.৮৫ লক্ষ নতুন মোবাইল গ্রাহক যোগদান করেছেন, যেখানে এয়ারটেল পেরেছে মাত্র ৪.৯৬ লক্ষ গ্রাহক যুক্ত করতে। প্রায় এক বছর পর এই প্রথম সরকারি সংস্থা এত দ্রুত হারে গ্রাহক সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বেসরকারি সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর পর থেকেই বিপুল সংখ্যক ব্যবহারকারী বিএসএনএলের দিকে ঝুঁকেছিলেন, যা সংস্থার জন্য বড় সুবিধা এনে দিয়েছিল।

আরও পড়ুন-প্রতিদিন সামান্য বিনিয়োগে ৫ বছরেই গড়ুন সোনার পাহাড়, কীভাবে?

bsnl plan bsnl BSNL 5G