BSNL 5G Launch: আগামী মাসেই লঞ্চ BSNL 5G? জোর জল্পনায় রক্তচাপ বাড়ল Airtel-Jio-এর

BSNL 5G Launch: আপনি কী BSNL ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর।BSNL মোবাইল 5G নেটওয়ার্ক লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত। ব্যবহারকারীদের জন্য কম দামে কলিং এবং ইন্টারনেট ডেটা প্যাক এনে বেসরকারি টেলিকম সংস্থার বুক কাঁপিয়ে দিতে আসরে BSNL!

BSNL 5G Launch: আপনি কী BSNL ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর।BSNL মোবাইল 5G নেটওয়ার্ক লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত। ব্যবহারকারীদের জন্য কম দামে কলিং এবং ইন্টারনেট ডেটা প্যাক এনে বেসরকারি টেলিকম সংস্থার বুক কাঁপিয়ে দিতে আসরে BSNL!

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl 5g...

আগামী মাসেই লঞ্চ BSNL 5G? জোর জল্পনায় রক্তচাপ বাড়ল Airtel-Jio-এর

BSNL 5G Launch: সম্প্রতি মুম্বইতে ৫জি পরিষেবা লঞ্চ করেছে ভোডা। এবার আগামী মাসের মধ্যেই ৫জি নেটওয়ার্ক চালুর বিরাট দাবি সরকারি টেলিকম সংস্থা BSNL-এর।  

Advertisment

আপনি কী BSNL ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর।BSNL মোবাইল 5G নেটওয়ার্ক লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীদের জন্য কম দামে কলিং এবং ইন্টারনেট ডেটা প্যাক এনে বেসরকারি টেলিকম সংস্থার বুক কাঁপিয়ে দিতে আসরে BSNL! সরকারি টেলিকম সংস্থা BSNL-এর  5G লঞ্চ বেসরকারি টেলিকম কোম্পানিগুলির জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে। কারণ BSNL ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সবচেয়ে কম দামে 5G নেটওয়ার্ক অফার করবে। এক ঊর্ধ্বতন বিএসএনএল কর্মকর্তার মতে, দিল্লির পর দেশের বাকি নির্বাচিত শহরগুলিতেও ৫জি নেটওয়ার্ক চালু করতে চলেছে সরকারি টেলিকম সংস্থা।

নির্বাচিত শহরগুলিতে BSNL 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকবে
বিএসএনএল-এর সিএমডি রবার্ট জে রবি বলেছেন যে কোম্পানি দিল্লিতে নেটওয়ার্ক-অ্যাজ-এ-সার্ভিস (NaaS) এর মাধ্যমে তার 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে। তিনি বলেন যে বিএসএনএল এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। রবার্ট জে রবি বলেছেন কোন কোন শহরে প্রথমে BSNL 5G নেটওয়ার্ক চালু করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচিত শহরগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব 5G শুরু করতে পারে বলেই জল্পনা। 

দিন রাত AC চালিয়ে ফ্যান চলার মতোই দিন বিদ্যুতের বিল! ঝটপট করুন শুধু এই কাজটি

Advertisment

বিএসএনএল তার নেটওয়ার্কে 4G এর সাথে 5G পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে। যদি আমরা বেসরকারি কোম্পানিগুলির কথা বলি, বর্তমানে ভারতে Jio এবং Airtel 5G নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় দেশের প্রায় ৮৪ শতাংশ অঞ্চলে ৫জি নেটওয়ার্ক পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে, যদি BSNL 5G নেটওয়ার্ক চালুর পর শীঘ্রই ভারতের ১০০ শতাংশ এলাকায় 5G নেটওয়ার্ক পাওয়া যাবে। বিএসএনএলের পাশাপাশি, ভোডাফোন-আইডিয়াও ৫জি নেটওয়ার্ক চালু করছে। এমন পরিস্থিতিতে, শীঘ্রই ভারতে 5G পরিষেবা সম্পূর্ণরূপে চালু হবে।

BSNL 5G