Advertisment

BSNL 5G : BSNL 5G নিয়ে এবার বিরাট আপডেট, রকেট গতিতে ছুটবে ইন্টারনেট

মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ খবর!

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel,BSNL 5G,Jio,Recharge Plan Hike,Vodafone Idea, BSNL,BSNL 5G,Sim Card, 5G Service,BSNL,Jyotiraditya Scinida, Jyotiraditya scindia 5g, jyotiraditya scindia bsnl 5g, bsnl 5g, bsnl 5g launch date, bsnl 5g testing, Technology News, BSNL 5G, BSNL 5G Service, BSNL 5G launch, BSNL 5G trial, BSNL 5G Launch date, jyotiraditya scindia, BSNL 5G testing, BSNL India, BSNL 4G, BSNL recharge, BSNL telecom, Telecon sector, Recharge plan

BSNL 5G নিয়ে এবার বিরাট আপডেট, রকেট গতিতে ছুটবে ইন্টারনেট

BSNL 5G : মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! কবে আসবে BSNL 5G? বিরাট ঘোষণা সরকারের।

Advertisment

সরকারের তরফে জানানো হয়েছে যে BSNL-এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সংস্থা 5G নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। কবে নাগাদ লঞ্চ হতে পারে BSNL-এর 5G পরিষেবা? এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

বেসরকারী টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে লোকেরা বিএসএনএলের প্রতি তাদের আস্থা প্রকাশ করছে। এই প্রসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল সম্পর্কে একটি বিবৃতি জারি করেছেন, যা মোবাইল ব্যবহারকারীদের জন্য সত্যিই একটি খুশির খবর।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএসএনএল-এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই নেটওয়ার্কে দ্রুত সিম পোর্ট করা হচ্ছে। Jio, Airtel এবং Vodafone-এর রিচার্জ প্ল্যান বাড়ানোর BSNL-র ইউজারের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এখন সরকারও টেলিকম কোম্পানির এই অগ্রগতিতে খুবই খুশি এবং পরিকাঠামোতে পরিবর্তন আনার কথা ভাবছে, যাতে ব্যবহারকারীরা ভালো নেটওয়ার্ক কোয়ালিটি পেতে পারেন। এর মাধ্যমে, ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের জন্য BSNL-এর সাথে যুক্ত থাকতে পারবেন। সরকার বলেছে যে BSNL-এর 4G নেটওয়ার্ক প্রস্তুত এবং পাশাপাশি 5G-পরিষেবা চালু করার জন্য নিরন্তর কাজ করে চলেছে সংস্থা।

আগামী ৬ মাসের মধ্যে নেটওয়ার্কটি আপনার কাছে পৌঁছাতে পারে
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারতের অধীনে বিএসএনএল নেটওয়ার্কে পরিবর্তন আনা হচ্ছে। BSNL-এর দেশীয় নেটওয়ার্ক 4G আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে উপলব্ধ হবে। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে 4G নেটওয়ার্ক পৌঁছে যাবে। ইতিমধ্যেই দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মতো শহরে BSNL 5G-এর ট্রায়াল শুরু হবে। ট্রায়াল শেষ হলেই মানুষ দ্রুত ইন্টারনেট পেতে শুরু করবে।

সরকার BSNL 5G-এর জন্য 700MHz, 2200MHz, 3300MHz এবং 26GHz স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দ করেছে। বর্তমানে, BSNL 700MHz স্পেকট্রাম ব্যান্ডে 5G পরিষেবা ট্রায়াল করা হচ্ছে।

bsnl BSNL 5G
Advertisment