BSNL 5G: কলকাতাতেই ট্রায়াল শুরু BSNL 5G-এর? বিরাট ঘোষণায় চমকে গেল jio-Airtel

BSNL has initiated 5G trials in Kolkata, posing a significant challenge to Jio and Airtel. Read the full report for more details: BSNL কলকাতায় 5G ট্রায়াল শুরু করেছে, যা জিও এবং এয়ারটেলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

BSNL has initiated 5G trials in Kolkata, posing a significant challenge to Jio and Airtel. Read the full report for more details: BSNL কলকাতায় 5G ট্রায়াল শুরু করেছে, যা জিও এবং এয়ারটেলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl 5g...

কলকাতাতেই ট্রায়াল শুরু BSNL 5G-এর? বিরাট ঘোষণায় চমকে গেল jio-Airtel

BSNL has initiated 5G trials in Kolkata: কলকাতা-সহ বিভিন্ন শহরে ৫জি নেটওয়ার্ক টেস্টিং শুরু করেছে বিএসএনএল (BSNL)। এর মাধ্যমে আরও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। সরকারি টেলিকম সংস্থা বিএসএলএল। তারা নিজেদের নেটওয়ার্ক আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে। বিএসএনএলের এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন উপভোক্তারা।

Advertisment

জানা গিয়েছে, BSNL চাইছে জুন মাসের মধ্যেই ১ লক্ষ ৪জি নেটওয়ার্ক তৈরি করতে। পরে সেগুলোকে 5G-তে বদলানো হবে। যার অর্থ সরকারি সংস্থাটি দেশের সর্বত্রই 5G পরিষেবা চালু করতে বদ্ধপরিকর। BSNL এটা চালু করতে পারলে তারা ভারতে 5G পরিষেবা দেওয়া চতুর্থ সংস্থা হবে। এর আগে Jio, Airtel এবং Vi ভারতে 5G পরিষেবা চালু করেছে।

ইতিমধ্যেই খবর মিলেছে, বিএসএনএল ৫জির জন্য পরিকাঠামোর কাজ শুরু করে দিয়েছে। জয়পুর, লখনউ, চণ্ডীগড়, ভোপাল, পাটনা, কলকাতা হায়দরাবাদ, চেন্নাই- বিভিন্ন জায়গায় তারা পরিকাঠামো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই  BSNL 5G পরিষেবা চালুর পরিকল্পনা করেছে। যেখানে তাদের নেটওয়ার্ক কভার শক্তিশালী, সেখানেই BSNL টেলিকম সার্কেলে টেস্টিং শুরু করে দিয়েছে। এর পাশাপাশি কানপুর, পুনে, বিজয়ওয়াড়াতেও তারা বেস ট্রান্সিভার স্টেশন তৈরি করছে।  

আরও পড়ুন- গরমে অনবরত চলছে AC? মেকানিক না ডেকে নিজেই পরিষ্কার করুন, ভিনিগারেই বাজিমাত

Advertisment

কাস্টমার সার্ভিস মাস

আরও পড়ুন- ঘিবলির তীব্র সমালোচনার মাঝে AI-কে সমর্থন, নৈতিক জয়ে খুশি ওপেনএআই-এর সিইও

BSNL ইতিমধ্যেই এপ্রিল মাসকে 'কাস্টমার সার্ভিস মাস' বলে ঘোষণা করেছে। পাশাপাশি, তারা গ্রাহক পরিষেবা উন্নত করতে চায়। এই উপলক্ষে BSNL সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছে। যেখানে তারা ইঙ্গিত দিয়েছে, আগামিদিনে বড় কিছু চালু করতে চায়। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে BSNL দেশজুড়ে একলক্ষ দেশি 4G মোবাইল টাওয়ার বসিয়েছে। সেগুলোও পরে 5G-তে আপগ্রেড করা হবে। 

আরও পড়ুন- প্রতারণার নতুন উপায়! কোটি কোটি টাকা মুহূর্তে হাতিয়ে নেবে স্ক্যামাররা

এই প্রকল্প জুন মাসের মধ্যে শেষ হতে যাচ্ছে। এই প্রকল্পটি 'আত্মনির্ভর ভারত প্রকল্প'-এর অধীনে আনা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে, ভারত এখন সেই ৫ দেশের অন্যতম হয়ে উঠেছে, যাদের বর্তমানে নিজস্ব টেলিকম প্রযুক্তি রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে BSNL 18 বছর পর লাভের মুখ দেখেছে। কিন্তু, এতেই তাঁর সরকার থেমে থাকতে চায় না। বরং, তাঁর সরকার 6G প্রযুক্তির দিকেও এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।  

airtel jio BSNL 5G