BSNL: জিও, এয়ারটেল, ভিআই তাদের রিচার্জের দাম বাড়াতেই আসরে নেমে পড়েছে BSNL
একাধিক দুর্দান্ত প্ল্যান সামনে এনে জিও, এয়ারটেল, ভিআই কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে BSNL
BSNL সর্বশেষ যে রিচার্জ প্ল্যান এনেছে তা হল 797 টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের বিশেষত্ব হল এই প্ল্যানে গ্রাহকরা পাবেন দীর্ঘ মেয়াদের সুবিধা। অর্থাৎ বারে বারে রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তি।
আপনি যদি Jio, Airtel বা Vi থেকে আপনার নম্বর পোর্ট করে BSNL-এ স্যুইচ করার পরিকল্পনা করছেন? তাহলে আপনার প্রথমে BSNL প্ল্যান সম্পর্কে সঠিক তথ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। BSNL-এর প্রিপেইড ব্যবহারকারীদের জন্য অনেক দুর্দান্ত প্ল্যান রয়েছে যা কম দামে দীর্ঘ মেয়াদ অফার করে।
আজ এমন একটি প্ল্যান সম্পর্কে আপনাকে জানাতে চলেছি সেই প্ল্যানের ভ্যালিডিটি ৩০০ দিন।
797 টাকার এই BSNL প্ল্যানে কোম্পানি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং (স্থানীয় এবং STD) সুবিধা প্রদান করছে। এছাড়াও প্ল্যানটিতে পাবেন 2 জিবি ডেটা।
ডেটা এবং কলিং ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS-র সুবিধা পাবেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে তিনটি সুবিধা – ডেটা, কলিং এবং এসএমএস প্রথম 60 দিনের জন্য।
আরও পড়ুন - < Jio Independence Day Offer 2024: বর্ষসেরা অফার নিয়ে হাজির Jio, বাজার ধরার লড়াইয়ে নিজেকে প্রমাণে ফের মরিয়া >
797 টাকার এই প্ল্যানের সাথে, BSNL ব্যবহারকারীরা 300 দিনের দীর্ঘ মেয়াদ পান। 60 দিন পর, ব্যবহারকারীদের ডেটা, কলিং এবং এসএমএস ব্যবহারের জন্য চার্জ দিতে হবে যেমন স্থানীয় কলের জন্য প্রতি মিনিটে 1 টাকা, STD কলের জন্য প্রতি মিনিটে 1.3 টাকা, স্থানীয় SMS-এর জন্য 80 পয়সা, STD SMS-এর জন্য 1.20 টাকা। ডেটা ব্যবহারের জন্য, প্রতি এমবি 25 পয়সা চার্জ করা হবে।