/indian-express-bangla/media/media_files/2025/05/05/iGf67Gx33VjqfAfr7c3z.jpg)
বাজারে ফের সুনামি তুলল BSNL, ৬ মাস আর কোন রিচার্জ নয়, বুক কেঁপে গেল জিও-এয়ারটেলের
BSNL Recharge Plan: বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ভ্যালু ফর মানি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা BSNL। দুর্দান্ত রিচার্জ প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে সরকারি টেলিকম সংস্থা। ৮৯৭ টাকার একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির BSNL! এই প্ল্যানের বৈধতা ১৮০ দিন। অর্থাৎ, একবার রিচার্জ করলেই প্রায় ছয় মাসের জন্য আর রিচার্জের কোন ঝামেলা নেই।
ঝড়ের গতি, অনবদ্য মাইলেজ, ২ ঘন্টারও কম সময়ে কলকাতা to দিঘা জগন্নাথ ধাম
বিশেষ এই প্ল্যানে কী কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
আনলিমিটেড কলিং
BSNL-এর ৮৯৭ টাকার এই প্রিপেইড প্ল্যানে দেশজুড়ে যেকোনো নেটওয়ার্কে আপনি পাচ্ছেন সীমাহীন কলিংয়ের সুবিধা। দীর্ঘ ৬ মাস মেয়াদে কলিংয়ের জন্য আলাদা করে আর কোনো খরচের প্রয়োজন পড়বে না।
৯০ জিবি ডেটা, কোনও দৈনিক সীমা নেই
এই প্ল্যানে মোট ৯০ জিবি ডেটা দেওয়া হচ্ছে, যেটা আপনি ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। ডেটা প্যাকের কোনও দৈনিক সীমা নেই। যাঁরা প্রতিদিন অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি একটি আদর্শ রিচার্জ প্যাক।
প্রতিদিন ১০০টি ফ্রি SMS
কল ও ডেটার পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS-এর সুবিধা মিলবে। যাঁরা নিয়মিত রিচার্জ করতে চান না এবং সীমিত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প।
তাপদাহে বাড়ছে পোর্টেবল এসি-র চাহিদা! ৫০ ডিগ্রিতেও ঘর ঠান্ডা করতে পারবে এই এসি?