Cheapest Internet Plans: সস্তার প্ল্যানে বাজারে আলোড়ণ, সাশ্রয়ী ডেটা প্ল্যানে বিরাট চমক

BSNL JIO AIRTEL Cheapest Internet Plans: বিএসএনএল, এয়ারটেল এবং জিও হল দেশের প্রধান টেলিকম সংস্থা। এই তিনটি সংস্থায় ব্যবহারকারীদের জন্য সস্তার সস্তা ইন্টারনেট প্ল্যান নিয়ে হাজির।

BSNL JIO AIRTEL Cheapest Internet Plans: বিএসএনএল, এয়ারটেল এবং জিও হল দেশের প্রধান টেলিকম সংস্থা। এই তিনটি সংস্থায় ব্যবহারকারীদের জন্য সস্তার সস্তা ইন্টারনেট প্ল্যান নিয়ে হাজির।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 288 plan

সস্তার প্ল্যানে বাজারে আলোড়ণ, সাশ্রয়ী ডেটা প্ল্যানে বিরাট চমক

BSNL JIO AIRTEL Cheapest Recharge Plan:  দেশজুড়ে ইন্টারনেটের ব্যবহার দ্রুতহারে বাড়ছে। সকল  টেলিকম কোম্পানি গ্রাহকদের জন্য সস্তা এবং সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যান নিয়ে প্রতিযোগিতার আসরে নেমেছে। বিএসএনএল, এয়ারটেল এবং জিও হল দেশের প্রধান টেলিকম সংস্থা। এই তিনটি সংস্থায় ব্যবহারকারীদের জন্য সস্তার  সস্তা  ইন্টারনেট প্ল্যান নিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নেওয়া যাক এই কোম্পানিগুলির মধ্যে গ্রাহকদের সবচেয়ে সস্তার প্ল্যানে বড় চমক দিচ্ছে কোন সংস্থা? 

Advertisment

বিএসএনএলের সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যান
বিএসএনএল তার সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের জনু সুপরিচিত। BSNL-এর সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যানটি ১৬ টাকা থেকে শুরু। যেখানে ইউজাররা ১ জিবি ডেটা পান এবং এর মেয়াদ একদিন। এছাড়াও, ৯৮ টাকার প্ল্যানে বিএসএনএল ২২ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা অফার করছে।

এয়ারটেলের সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যান
এয়ারটেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানি। কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং হাই-স্পিড ইন্টারনেট প্ল্যান প্রদান করে। এয়ারটেলের সবচেয়ে সস্তা ডেটা প্যাকটি ১৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১ জিবি ডেটা এবং ১ দিনের বৈধ। একই সাথে, যদি আপনি একটু বেশি ডেটা চান, তাহলে ৯৮ টাকার প্ল্যানে ৫ জিবি ডেটা অফার করা হচ্ছে।

জিওর সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যান
যদি জিওর কথা আসে তাহলে এই কোম্পানি সস্তা এবং আকর্ষণীয় ডেটা প্ল্যানের জন্য পরিচিত। জিওর সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যানটির দাম ১৫ টাকা। যেখানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা এবং ১ দিনের ভ্যালিডিটি পান।  একই সময়ে, ৯১ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে। 

Advertisment

বিএসএনএল, এয়ারটেল এবং জিও এই তিনটি কোম্পানিই গ্রাহকদের তাদের চাহিদা অনুযায়ী সস্তা এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্ল্যান প্রদান করে। 

Jio-airtel-Vi-BSNL BSNL 5G bsnl