Advertisment

BSNL yearly recharge plan: ৬০০ জিবি ডেটার সঙ্গে পান আনলিমিটেড কল, বছরভর BSNL-র সঙ্গে থাকুন টেনশন ফ্রি!

এত কম দামে ৬০০ জিবি ডেটা দিচ্ছে কেবল BSNL

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl annual plan 2024, bsnl annual plan, bsnl annual plan without data, bsnl annual plan with data, bsnl annual plan without data for 1 year, bsnl annual plan price, bsnl annual plan 2024 without data, bsnl annual plan for unlimited calls, bsnl annual plan karnataka, bsnl annual plan for 1 year, bsnl yearly plan 2024 unlimited calls, bsnl annual recharge plans 2024, bsnl prepaid yearly plan 2024, bsnl one year plan 2024, what is bsnl annual plan, bsnl yearly plan, bsnl yearly validity plan, bsnl yearly plan 2024, bsnl yearly recharge plan, bsnl yearly recharge plan 2024, bsnl yearly calling plan, bsnl yearly incoming plan, bsnl yearly unlimited plan, bsnl yearly talktime plan, bsnl yearly plan 2024 unlimited calls, bsnl yearly plan without data, bsnl yearly plan with data, bsnl yearly plan 2024 without data, bsnl yearly plan recharge, bsnl 1499 plan details, bsnl 1499 plan details in hindi, bsnl 1499 recharge plan, bsnl 1999 plan details, bsnl 1999 plan details 2024, bsnl 1999 plan det

৬০০ জিবি ডেটার সঙ্গে পান আনলিমিটেড কল, বছরভর BSNL-র সঙ্গে থাকুন টেনশন ফ্রি!

BSNL yearly recharge plan: BSNL-এর এই প্ল্যান ইউজারদের টেনশন দূর করেছে, এত কম দামে 600 GB ডেটা কেউ দেবে না!

Advertisment

চলতি জুলাইয়ে একধাক্কায় রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভারতের তিনটি বড় বেসরকারী টেলিকম কোম্পানি - Jio, Airtel এবং Vodafone-Idea, প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত। জনগণের মধ্যে তা ব্যাপক প্রভাব ফেলেছে। পরিষেবা পেতে অনেক ব্যবহারকারী BSNL-র দিকে ঝুঁকতে শুরু করেছেন।

ভারতের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এই সুযোগ কাজে লাগিয়েছে। BSNL, তার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে, লোকেদের কাছে তার নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আবেদন করেছে।

BSNL অনেকগুলি বিশেষ এবং নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসে ব্যবহারকারীদের আকর্ষণ করেছে। আজকের এই প্রতিবেদনে তিনটি রিচার্জ প্ল্যানের বিষয়ে আলোচনা করতে চলেছি যেখানে BSNL সাশ্রয়ী মূল্যে ভাল পরিষেবা প্রদান করে। BSNL-এর এই তিনটি প্ল্যানের মেয়াদ 300 দিনের বেশি।

আরও পড়ুন - < infinix note 40x: 108MP ক্যামেরা, দুর্দান্ত ফিচার্স, বাজার কাঁপাতে অগাস্টেই আসছে দারুণ এই স্মার্টফোন >

336 দিনের BSNL রিচার্জ প্ল্যান

BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা 336 দিনের বৈধতা পান। এই প্ল্যানে, ব্যবহারকারীরা 336 দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিং, 24GB ডেটা এবং 100SMS প্রতিদিনের সুবিধা পান। BSNL-এর এই প্ল্যানের দাম মাত্র 1,499 টাকা। এর মানে হল যে আপনি যদি বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার না করেন, তাহলে আপনি মাত্র 1,499 টাকায় সারা বছরের টেনশন দূর করতে পারবেন। এর জন্য আপনার মাসিক খরচ হবে মাত্র 125 টাকার কম।

365 দিনের BSNL রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের কথা বলতে গেলে, এর বৈধতা 365 দিন অর্থাৎ এক বছর। এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীরা মোট 600GB ডেটা পান, যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন 100 এসএমএস, আনলিমিটেড কলিং এবং 30 দিনের জন্য বিনামূল্যে BSNL টিউনের সুবিধা পাবেন। এই প্ল্যানের দাম 1,999 টাকা।

395 দিনের BSNL প্ল্যান

BSNL-এর এই প্ল্যানে, ব্যবহারকারীরা 395 দিনের বৈধতা পান, অর্থাৎ এক বছরেরও বেশি মেয়াদ। যেখানে, অন্যান্য সংস্থাগুলি সর্বাধিক 365 দিনের বৈধতা অফার করে, তবে সরকারী টেলিকম সংস্থার এই প্ল্যানে ব্যবহারকারীরা 395 দিনের বৈধতা পান।

এই প্ল্যানে ব্যবহারকারীরা 395 দিনের জন্য অর্থাৎ প্রায় 13 মাস, প্রতিদিন 2GB ইন্টারনেট ডেটা, SMS সুবিধা সহ আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা সহ অনেক বিশেষ অফার পান। এই প্ল্যানের দাম 2,399 টাকা।

BSNL recharge plan bsnl
Advertisment