Advertisment

BSNL Cheapest Annual Prepaid Recharge Plan: ভুলে যান ৬০০ জিবি! BSNL নিয়ে এল গেম চেঞ্জার প্ল্যান, পান পুরো ৭৯০ জিবি হাইস্পীড ডেটা

BSNL Cheapest Annual Prepaid Recharge Plan: আপনি যদি BSNL ইউজার হন , তাহলে আপনি অবশ্যই জানেন যে এই সরকারি টেলিকম কোম্পানি আর সব কোম্পানির মত রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় নি বরং গ্রাহক স্বার্থে কম দামে ধামাকা অফার সহ নিয়ে আসছে একের পর এক রিচার্জ প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 790 GB Data Plan

এখন ৬০০ জিবি ডেটা অতীত! BSNL নিয়ে এল গেম চেঞ্জার প্ল্যান। মাত্র ৬টাকার দৈনিক খরচে পেয়ে যান পুরো ৭৯০ জিবি ডেটা।

BSNL Cheapest Annual Prepaid Recharge Plan: এখন ৬০০ জিবি ডেটা অতীত! BSNL নিয়ে এল গেম চেঞ্জার প্ল্যান। মাত্র ৬টাকার দৈনিক খরচে পেয়ে যান পুরো ৭৯০ জিবি ডেটা। 
 
BSNL সবচেয়ে সস্তা প্ল্যানে বাজারে আলোড়ণ ফেলেছে।  Jio, Airtel-এর টেনশন বাড়িয়ে ফের এক ধামাকাদার রিচার্জ প্ল্যানে বাজার কাঁপিয়ে দিল BSNL.প্রতিদিন মাত্র 6 টাকার বিনিময়ে পেয়ে যান মোট ৭৯০জিবি ডেটা। 

Advertisment

আপনি যদি ন্যূনতম খরচে দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রচুর ডেটা উপভোগ করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনে আসুন জেনে নেওয়া যাক BSNL-এর সেরা কিছু রিচার্জ প্ল্যান। 

আপনি যদি BSNL ইউজার হন , তাহলে আপনি অবশ্যই জানেন যে এই সরকারি টেলিকম কোম্পানি আর সব কোম্পানির মত রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় নি। বরং গ্রাহক স্বার্থে কম দামে ধামাকা অফার সহ নিয়ে আসছে একের পর এক রিচার্জ প্ল্যান। আজকের এই প্রতিবেদনে BSNL-এর এমনই চারটি প্ল্যানের বিষয়ে আপনাদের জানাতে চলেছি যেগুলির অফার আপনার হুঁশ উড়িয়ে দিতে বাধ্য।  

4G চালুর পথে আরও এক কদম! সস্তায় ১৩০ দিনের মারকাটারি প্ল্যানে তোলপাড় ফেলল BSNL

BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যান
BSNL-এর এই প্ল্যানের বৈধতা এক বছরেরও বেশি। সাধারণত, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমস্ত কোম্পানির রিচার্জ প্ল্যানে সর্বোচ্চ বৈধতা এক বছর। যেখানে BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা এক বছরের থেকে কয়েক মাসের বেশি সময়ের বৈধতা অফার করে। এই প্ল্যানের বৈধতা ৩৯৫ দিন। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে, BSNL Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, Gameon Astrotel ইত্যাদি ব্যবহারকারীদের পাবেন একেবারে বিনামূল্যে। এই প্ল্যানে, ইউজাররা মোট ৭৯০ জিবি ডেটা পেয়ে থাকেন যেখানে এই প্ল্যানের জন্য ব্যবহারকারীদের প্রতিদিন প্রায় ৬.০৭টাকা খরচ পড়ে।

বিএসএনএল-এর ১৮৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন ১০০ SMS এবং আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি  মোট 600 জিবি ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে, BSNL Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, Gameon Astrotel ইত্যাদি ব্যবহারকারীরা পাবেন একেবারে বিনামূল্যে।  

ডিজাইন থেকে রেঞ্জ রয়েছে চমক! সেরা ৫ স্কুটারের ফিচার্স তাক লাগাতে বাধ্য

BSNL এর ১৪৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১০০ SMS এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২৪ জিবি ডেটা পাবেন।

বিএসএনএল-এর ১১৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতাও ৩৬৫ দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতি মাসে ৩ জিবি করে ডেটা পেয়ে থাকেন। অর্থাৎ এক বছরে মোট ৩৬ জিবি ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও, এই প্ল্যানের সাথে, BSNL ব্যবহারকারীদের যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য ৩০০ মিনিট ভয়েস কলিং দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যান ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন না।

সাবধান! বন্ধ হবে রেশন, এখনই করুন এই কাজ

BSNL recharge plan
Advertisment