BSNL cheapest Annual Recharge Plan: কোটি কোটি লাভের মুখ দেখেই খেলা ঘোরালো BSNL, ফের বাজারে তৈরি করল নয়া ইতিহাস

BSNL cheapest Annual Recharge Plan: ১৭ বছর পর এই প্রথম বিএসএনএল লাভের রেকর্ড গড়ল। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী এই বিষয়টিকে সরকারি টেলিকম কোম্পানির জন্য একটি 'টার্নিং পয়েন্ট' বলে অভিহিত করেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL cheapest Annual Recharge Plan

কোটি কোটি লাভের মুখ দেখেই খেলা ঘোরালো BSNL Photograph: (ফাইল ছবি)

BSNL cheapest Annual Recharge Plan: কোটি কোটি লাভের মুখ দেখল BSNL, ১৭ বছর পর ইতিহাস গড়ে আম্বানির বুক কাঁপিয়ে দিল সরকারি টেলিকম সংস্থা। 

Advertisment

১৭ বছর পর এই প্রথম বিএসএনএল লাভের রেকর্ড গড়ল। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী এই বিষয়টিকে সরকারি টেলিকম কোম্পানির জন্য একটি 'টার্নিং পয়েন্ট' বলে অভিহিত করেছেন। সিন্ধিয়া বলেন, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অনেক ক্ষেত্রে উন্নতি করেছে। পাশাপাশি চালু করেছে মোবাইল, ফাইবার টু দ্য হোম (FTTH) এর মত পরিষেবা। তিনি বলেন, ডিসেম্বরে বিএসএনএলের গ্রাহকের সংখ্যাও বেড়ে প্রায় নয় কোটিতে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৮.৪ কোটি। বিএসএনএল শেষবার ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছিল ২০০৭ সালে। 

এরপরই ফের নিজেদের সেরা প্রমাণের লড়াইয়ে মরিয়া BSNL! নিয়ে এল সবচেয়ে সস্তার ৩৬৫ দিনের প্ল্যান। যা ইতিমধ্যে আলোড়ন ফেলেছে বাজারে। BSNL-গ্রাহকদের ১২০০ টাকারও কম দামে ৩৬৫ দিনের মেয়াদ অফার করছে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল বর্তমানে টেলিকম সেক্টরে ঝড় তুলেছে। কোম্পানি  তার কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য ক্রমাগত নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। বিএসএনএল তাদের সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই এই তিনটি কোম্পানির হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছে। বিএসএনএল এখন তার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এসেছে যা ব্যয়বহুল রিচার্জ থেকে সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়েছে।

Advertisment

বিএসএনএল সম্প্রতি তার ব্যবহারকারীদের জন্য ৪১১ টাকা এবং ১৫১৫ টাকার দুটি সস্তা প্ল্যান চালু করেছে। ৪১১ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ৯০ দিনের বৈধতা পান, যেখানে ১৫১৫ টাকার রিচার্জ প্ল্যানে, সমস্ত অফার ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়। 
সরকারি টেলিকম সংস্থা এবার গ্রাহকদের আরও সাশ্রয়ী মূল্যেও দীর্ঘ মেয়াদী প্ল্যানের অফার করছে। যেখানে  মাত্র কয়েক টাকায় সারা বছরের রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তি। 

বিএসএনএল-এর পোর্টফোলিওতে ১১৯৮ টাকার একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। BSNL এই দামে তার গ্রাহকদের পুরো ৩৬৫ দিনের মেয়াদ দিচ্ছে। জিও, এয়ারটেল বা VI, এই তিন কোম্পানির কারোরই এত সস্তার কোণ বার্ষিক রিচার্জ প্ল্যান নেই। দীর্ঘ মেয়াদের সাথে কলিং এবং ডেটার সুবিধাও পাবেন ইউজাররা। তবে, এই সুবিধাগুলি সীমিত সময়ের জন্য। 

এতে আপনি কল করার জন্য ৩০০ মিনিট পাবেন যা সমস্ত নেটওয়ার্কে প্রযোজ্য। এছাড়াও, আপনাকে প্রতি মাসে ৩ জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ প্ল্যানে আপনি মোট ৩৬ জিবি ডেটা পাবেন। আপনাকে প্রতি মাসে মোট ৩০টি বিনামূল্যে SMS দেওয়া হবে, অর্থাৎ আপনি ১২ মাসে ৩৬০টি বিনামূল্যে SMS পাবেন। এই রিচার্জ প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য ভালো যাদের খুব বেশি কলিং বা ডেটার প্রয়োজন হয় না। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন।

bsnl bsnl plan BSNL recharge plan