BSNL VS Jio VS VI: প্রতিদিন ২ জিবি ডেটা, সস্তার এই প্ল্যানে ঘুম ঊড়ল jio-এর, চাপে Vi-ও

গ্রাহকদের জন্য নিয়ে সংস্থা নিয়ে এসেছে একাধিক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যানের দাম মাত্র ৪৮৫ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে পাচ্ছেন দীর্ঘমেয়াদি সুবিধা।

গ্রাহকদের জন্য নিয়ে সংস্থা নিয়ে এসেছে একাধিক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যানের দাম মাত্র ৪৮৫ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে পাচ্ছেন দীর্ঘমেয়াদি সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Freedom Offer 2025, BSNL ₹1 recharge plan, BSNL Independence Day offer, cheap prepaid plan India, BSNL 2GB per day plan, BSNL unlimited calls plan, free 4G SIM BSNL, BSNL new users recharge

গ্রাহকদের জন্য নিয়ে সংস্থা নিয়ে এসেছে একাধিক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান।

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যানের দাম মাত্র ৪৮৫ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে পাচ্ছেন দীর্ঘমেয়াদি সুবিধা। তুলনামূলকভাবে বেসরকারি টেলিকম কোম্পানির প্ল্যানের চেয়ে বিএসএনএলের এই প্ল্যান যথেষ্ট সাশ্রয়ী বলে মনে করা হচ্ছে।

Advertisment

বিএসএনএল ৪৮৫ টাকার প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। তবে নির্দিষ্ট ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে দাঁড়াবে ৪০ কেবিপিএস-এ। এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। 

জিও ৭৪৯ টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর ৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা দেওয়া হয়। এর পাশাপাশি অতিরিক্ত ২০ জিবি ডেটা একেবারেই বিনামূল্যে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে আরও থাকছে নানা ধরনের অফার—

Advertisment

৯০ দিনের জন্য জিও হটস্টার মোবাইল ও টিভি অ্যাক্সেস

Reliance Digital-এ নির্বাচিত ইলেকট্রনিক পণ্যে ৩৯৯ টাকা ছাড়

Ajio থেকে ন্যূনতম ১০০০ কেনাকাটায় ২০০ টাকা ছাড়

তিন মাসের জন্য Zomato Gold

এক মাসের জন্য JioSaavn Pro

ছয় মাসের জন্য Netmeds First সদস্যপদ

EaseMyTrip-এ ফ্লাইট বুকিংয়ে ২২২০ টাকা পর্যন্ত ছাড় এবং হোটেল বুকিংয়ে ১৫% ছাড়

৫০ জিবি ক্লাউড স্টোরেজ

Jio Finance-এর মাধ্যমে Jio Gold-এ ২% অতিরিক্ত সুবিধা।

ভোডাফোন আইডিয়া (Vi) ৭১৯ টাকার প্ল্যান

Vi-এর ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যানে রয়েছে ৭২ দিনের বৈধতা। তবে এতে প্রতিদিন মাত্র ১ জিবি ডেটা দেওয়া হয়, যা প্রতিযোগীদের তুলনায় অনেক কম। এর পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা থাকলেও ডেটার সীমাবদ্ধতার কারণে গ্রাহকরা কিছুটা হতাশ হতে পারেন।

 সব মিলিয়ে, ডেটা ব্যবহারকারীদের জন্য বিএসএনএলের ৪৮৫ টাকার প্ল্যানই সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে উঠে আসছে।

BSNL JiO bsnl